খোলা আকাশের নীচে আম্রপালির হট মুভে নিয়ন্ত্রণ হারিয়ে তুমুল রোমান্স দীনেশ লাল যাদবের, ভাইরাল ভিডিও

দীনেশ লাল যাদব (Dinesh lal Yadav) অর্থাৎ নিরাহুয়া ভোজপুরি স্টার। তার সব সিনেমা ব্যাপকভাবে দর্শকদের পছন্দ। তার সাথেই আম্রপালি দুবে (Amrapali Dubey) যেন প্রতিসময় জুটি বাধঁতে তৈরী। ঠিক যেমনটা হয়েছিল ‘সিপাহী’ (Sipahi) সিনেমার সময়ে। এবার কার্যত মাঝ রাস্তায় ও খোলা পরিবেশে যেভাবে রোমান্স করেছে দুজনে তা বলার মতো না। না কোনো বাস্তব সিন্ নয় বরং সিনেমার গানের কথা হচ্ছে। এই জুটির এমন রোমান্স যা আবারো নির্লজ্জতার সব সীমা অতিক্রম করেছে।
সিনেমায় গানের নাম ‘সওয়াল মে হারিহার ভাঁইল’ (Saawan Me Hariyar Bhayil)। ভিডিওর শুরুতেই সুন্দর সেজে নিরাহুয়ার সামনে উপস্থিত হলেন নায়িকা। হলুদ শাড়িতে যেন আগুনের গোলা লাগছিলো আম্রপালি দুবেকে। কাউকে পরোয়া না করেই নাচ গানে মত্ত হলেন জুটি। গানের তালে তালে ফাটিয়ে নাচ করলেন দুজনেই। নাচ হলেও রোমান্সে কোনো খামতি নেই। দুজনেই কার্যত ব্যাপক রোমান্স করেছেন। নিরাহুয়ার গভীর চুম্বন তাও আবার আম্রপালির শরীরে যেন যৌবনের সাগরে ভাসিয়ে তুলেছে।
আম্রপালির শরীরে নিজেকে কার্যত হারিয়ে বসলেন নিরহুয়া। গানটি গেয়েছেন গায়ক ওম ঝাঁ (Om Jha) ও গায়িকা প্রিয়াঙ্কা সিং (Priyanka Singh)। ৫ বছরের পুরোনো এই ভিডিও এখন ২.৬ কোটি মানুষ দেখে নিয়েছেন। ‘Wave Music‘ নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল।
এই জুটি সবসময় প্রশংসার দাবি রাখে তা আলাদা করে বলার দরকার নেই। রাজ্য ছেড়ে এখন দেশের মানুষের কাছে পরিচিতি পেয়েছে এই জুটি। সবাই এই উষ্ণতায় মাখা গানের থেকে চোখ সরাতে পারেনি। তার সাথেই আম্রপালির দুর্দান্ত নজর কারা নাচ। সাথেই তার হটনেস কিন্তু কিছু কম নয়। সবার কথায় নির্লজ্জের সব সীমা লঙ্ঘন করেছেন এই ভিডিও।