EntertainmentVideoViral Video

Bhojpuri Song : খোলা আকাশের নীচে সবুজ প্রকৃতির মাঝে তুমুল রোমান্স দীনেশ লাল যাদব ও আম্রপালির, ভাইরাল ভিডিও

দীনেশ লাল যাদব ও আম্রপালি দুবের কেমিস্ট্রি ভোজপুরি সিনেমা জগতে শাহরুখ-কাজলের জুটিকে টেক্কা দেয়। দর্শকরা শুধুমাত্র তাদের সিনেমাই দেখতে পছন্দ করেন। বাস্তবে স্বামী-স্ত্রী না হলেও অন ক্যামেরায় সেই সম্পর্কই যেন তারা সবথেকে ভালো ফুটিয়ে তোলেন। বুঝতেই পারছেন আজকের এই বিশেষ প্রতিবেদন তৈরী হয়েছে এই জুটির দুর্দান্ত একটি গান নিয়ে। সময় নষ্ট না করে চটপট দেখে নেওয়া যাক সেই দুর্দান্ত সিনেমার গানটি।

Film: ‘MOKAMA 0 km’

Song: ধয়ী কে নাও মাহিনা রাজাউ (Dhoyi Ke Nau Mahina Rajau)

Cast: দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav), আম্রপালি দুবে (Amrapali Dubey)

Singers: দীনেশ লাল যাদব/নিরাহুয়া এবং কল্পনা (Kalpana)

Song Story: এই রোমান্স যেন পুরোনো হলেও ভোলার নয়। তাদেরকে দুর্দান্ত রোমান্টিক মুডের মধ্যে দেখা গেল মিউজিক ভিডিওতে। বন্ধ ঘরের মধ্যে নয় বরং খোলামেলা পরিবেশে দুর্দান্ত রোমান্স করেছে। আম্রপালির পরনে সালোয়ার কামিজ। নায়িকার বুকে মাথা রেখে জড়িয়ে ধরলেন নায়ক। তার সাথেই রোমান্টিক চুমু তো আছেই। আম্রপালি তার সুঠাম ফিগারে উষ্ণতা বাড়িয়েছে ভিডিওর।

Youtube Channel: ‘Bhojpuri HD Film’ নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল।

Views: এখনও পর্যন্ত ৬৮,২৮,৪২২ জন মানুষ এই ভিডিও দেখে নিয়েছেন। তাই সময় নষ্ট না করে জবরদস্ত ঘাম ঝরানো এই ভিডিওটি দেখে আপনিও উপভোগ করুন।