EntertainmentVideoViral Video

Viral : বন্ধ ঘরে আম্রপালির সাথে উদ্দাম রোমান্স দীনেশ লাল যাদবের, ভাইরাল ভিডিও

ভোজপুরি সিনেমা মানেই অবাধ রোমান্স ও ভরপুর নায়িকারদের শারীরিক এক্সপ্রেশন। যে কারণে সিনেমা মানুষের ভালো না লাগলেও তাদের গান গুলি মন ছুঁয়ে যায়। তার জন্যই প্রতিদিন কলাকুশলীরা থাকেন দর্শকদের স্মার্ট ফোনে। সেই হিসাবে আবারো একটি গান ব্যাপক ভাইরাল (Viral) হয়েছে। আজ সেই গানের সম্পর্কে বিস্তারিত জানানোর জন্যই প্রতিবেদনে হাজির হয়েছি।

Song : ‘ধড়ক জালা চাতিয়া’ (Dhadak Jala Chhatiya)।

Film : ‘রাম লক্ষণ’ (Ram Lakhan)।

Cast : দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav), আম্রপালি দুবে (Amrapali Dubey)।

Singers : কল্পনা (Kalpana), রঞ্জিশ (Ranjish)

Song Story : আম্রপালিকে জড়িয়ে ধরলো নিরাহুয়া। গোলাপি রঙের শাড়িতে হটবম্ব লাগছিলো নায়িকাকে। সেই হটনেসেই গলে গেছে নায়িকা। নিরাহুয়ার বেশ কয়েকবার গভীর চুম্বন দিয়েছে তাও আবার আম্রপালির শরীরে। বন্ধ ঘরের মধ্যে জুটি দুর্দান্ত একটা সুন্দর সময় কাটিয়েছেন। সম্পূর্ণ গান জুড়েই যে পরিমান রোমান্টিকতার সৃষ্টি করেছে তা বলার মতো না।

Streaming Channel : ‘নিরাহুয়া অফিসিয়াল’ নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল।

Views Count : ৫১,৬৯৮ দর্শক এখনও পর্যন্ত অয়ে ভিডিও দেখে নিয়েছেন।