EntertainmentVideoViral Video

Bhojpuri Video : সবুজ প্রকৃতির মাঝে সেক্সিয়েস্ট আম্রপালির সাথে তুমুল রোমান্স দীনেশ লাল যাদবের, ভাইরাল ভিডিও

২০২৩ সালেও নিরাহুয়া ও আম্রপালি দুবের নতুন সিনেমা সামনে এসেছে। যেখানে একের পর এক রেকর্ড ভেঙেছে সেই সিনেমা। নিরাহুয়া দীর্ঘ দিন পরে এমন একটা পাওয়ার প্যাক সিনেমা নিয়ে হাজির হয়েছে। কিন্তু এবারেও কি নিরাহুয়াকে সেই চেনা রোমান্টিক ছন্দে দেখা গিয়েছিলো। অবশ্যই হ্যাঁ নিরাহুয়া তার ছবিতে ঠিক আগের মতোই রোমান্টিক হিরোর মুডে দেখা গেছে। যার সম্পূর্ণ সুখ উঠিয়েছেন নায়িকা। ৪৪ বছরের নায়ক ও ৩৬ বছরের নায়িকা যেন যৌবনের সম্পূর্ণ খেলায় মেতেছেন।

সিনেমার গান গুলি তো আপনাদের এখনও শোনানো হয়নি। সেই সিনেমার থেকেই একটি রোমান্টিক গান কার্যত এখন ট্রেনডিং চলছে সোশ্যাল মাধ্যমে। সেই গান আজ আপনাদের সামনে তুলে ধরতে হাজির হয়েছি।

Movie: নিরাহুয়া দ্যা লিডার (Nirahua The Leader)

Song: আনাড়ি হুমকা মিলারে বালমা (anari Humka Milare Balma)

Cast: দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav), আম্রপালি দুবে (Amrapali Dubey)

Singers: দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়া, প্রিয়াঙ্কা সিং (Priyanka Singh)

Story: বন্ধ ঘরে নয় বরং সবুজ খোলামেলা পরিবেশে নিরাহুয়ার সাথে যৌবনের রাসলীলায় মেতেছেন। কাশবনের মধ্যে চলছে নিরাহুয়া তার প্রেমিকাকে মানানোর খেলা। গানটিতে আছে যেমন রোমান্স ঠিক তেমনই আছে আম্রপালি দুস্টু-মিষ্টি চাহুনি। ছোট এক চৌকির মধ্যে একে অপরের সাথে শুয়ে থাকতেও দেখা যাচ্ছে। ভিডিওতে আম্রপালির পরনে ছিল রঙবেরঙের সালোয়ার কামিজ। ভারী শরীরের ফলে তার এক্সপ্রেশন দুর্দান্ত ছিল। শুরু থেকে শেষ গানটি পরিপূর্ণ এই ধরণের সিনেই ভরপুর ছিল গানটি।

Youtube Channel: ‘ওয়েভ মিউজিক’ নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিও সামনে এসেছিলো মাস খানেক আগে।

Views: প্রতিবেদন রচনা পর্যন্ত ৪২,৭৭১ জন দর্শক দেখে নিয়েছেন এই ভিডিও।

Cinema Release: ‘নিরাহুয়া দ্যা লিডার’ সিনেমাটি ২০২৩ সালের ১৯ সে মে রিলিজ করেছিলো সিনেমা হলে।