EntertainmentVideoViral Video

হটবম্ব আম্রপালির সাথে তুমুল রোমান্সে মাতলেন দীনেশ লাল যাদব, তুমুল ভাইরাল ভিডিও

Advertisement
Advertisements

দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) অর্থাৎ নিরাহুয়া কার্যত সব সীমা লঙ্ঘন করেছে। তবে সে একা নয় তার সাথেই আম্রপালি দুবে (Amrapali Dubey) পুরোপুরি যুক্ত। কার্যত মাঝ রাস্তায় যেভাবে রোমান্স করেছে দুজনে তা বলার মতো না। না না কোনো বাস্তব নয় বরং সিনেমার গানের কথা হচ্ছে। এই জুটির এমন রোমান্স যা আবারো নিলজ্জের সব সীমা অতিক্রম করেছে। সিনেমার নাম ছিল ‘সিপাহী’ (Sipahi)। আর সেই সিনেমার গান ‘আম্রপালিরে কাছ কাছ খালি’ (Amrapali Re Kach Kach Khali)।

হটবম্ব আম্রপালির সাথে তুমুল রোমান্সে মাতলেন দীনেশ লাল যাদব, তুমুল ভাইরাল ভিডিও

ভিডিওর শুরুতে রাস্তার মাঝে একটি ট্র্যাক্টর চালিয়ে হাজির হলেন নিরহুয়া। একা নয় সেই বাহনে ছিলেন নায়িকা। গোলাপি রঙে পোশাকে হটবম্ব লাগছিলো আম্রপালি দুবেকে। কাউকে পরোয়া না করেই নাচ গানে মত্ত হলেন জুটি। গানের তালে তালে ফাটিয়ে নাচ করলেন দুজনেই। নাচ হলেও রোমান্স কোনো খামতি নেই।

হটবম্ব আম্রপালির সাথে তুমুল রোমান্সে মাতলেন দীনেশ লাল যাদব, তুমুল ভাইরাল ভিডিও

দুজনেই কার্যত ব্যাপক রোমান্স করেছেন। নিরাহুয়ার গভীর চুম্বন তাও আবার আম্রপালির শরীরে যেন যৌবনের সাগরে ভাসিয়ে তুলেছে। আম্রপালির শরীরে নিজেকে কার্যত হারিয়ে বসলেন নিরহুয়া। গানটি নায়িকা নিজে ও গায়ক ওম ঝাঁ (Om Jha) গেয়েছিলেন। যে কারণে ৫ বছরের পুরোনো এই ভিডিও হলেও এখনও ১২ কোটি মানুষ দেখে নিয়েছেন।

Wave Music‘ নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। সবার কার্যত এই উষ্ণতায় পরিপূর্ণ অংশ দেখে চোখ সরাতে পারেনি। আম্রপালির দুর্দান্ত নাচ নজর কাড়ে। সাথেই তার হটনেস কিন্তু কিছু কম নয়। সবার কথায় নির্লজ্জের সব সীমা লঙ্ঘন করেছেন এই ভিডিও। তাই এই ভিডিও কোনো মতেই মিস করবেন না।