EntertainmentVideoViral Video

Bhojpuri Video : বিছানার উপর সেক্সীয়েস্ট অক্ষরার সাথে তুমুল রোমান্স দীনেশ লাল যাদবের, ভাইরাল ভিডিও

রানী অথবা কাজল নয়, হটেস্ট অক্ষরার দুবের সাথে ভরপুর রোমান্স দীনেশ লাল যাদবের, দেখে ঘুম উড়েছে পুরুষ ভক্তদের, দেখে নিন ভিডিও

বর্তমান সময়ে দর্শকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে ভোজপুরি ইন্ডাস্ট্রি (Bhojpuri Flim)। বলিউডের পাশাপাশি ভোজপুরি ছবি দেখতে ভালবাসেন অনেকেই। সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় এই ইন্ডাস্ট্রির গানগুলি (Bhojpuri Song)। তারপর যদি ছবিতে থাকেন এই ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় অভিনেতা দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) তাহলে তো আর কথাই নেই। সম্প্রতি ফের একবার সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললো ভোজপুরি ইন্ডাস্ট্রির একটি গানের ভিডিও। ক্যামেরায় ধরা দিলেন জনপ্রিয় দুই তারকা নিরাহুয়া এবং অক্ষরা সিং (Aksara Singh)।

Song : Tu Palat Jaiba

Cast : দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav), অক্ষরা সিং (Akshara Singh)

Singer : Om Jha, Akshara Singh

Story : গোটা ভিডিওটাতেই বেশ রোমান্টিক মুডে দেখা গেল দুই তারকাকে। বন্ধ ঘরে একে অপরের প্রেমে হাবুডুবু খেলেন নিরাহুয়া এবং অক্ষরা। ভিডিও শুরুতেই দেখা যায় চোখের ইশারায় অভিনেতাকে প্রেম নিবেদন করেন অভিনেত্রী। গোটা ভিডিওতেই সালোয়ার কামিজ পরে ধরা দিয়েছেন অক্ষরা। অন্যদিকে নিরাহুয়াকে দেখা গেল শার্ট প্যান্ট পরে। সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সাড়া ফেলেছে এই ভিডিও। বন্ধ ঘরে দুই তারকার রোমান্টিক নাচ মন ছুঁয়েছে অনুরাগীদের।

YouTube Channel : SRK Music নামক একটি ইউটিউব চ্যানেল থেকে ভাইরাল হয়েছে এই ভিডিও।

Views : 10 মাস আগের পুরনো এই ভিডিও ইতিমধ্যেই দেখে ফেলেছেন 10 লাখ মানুষ। গানটি পছন্দ করেছেন 16 হাজার মানুষ।

সবশেষে বলা যায়, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ঝড় তুলেছে দীনেশ- অক্ষরার (Dinesh-Akshara) এই ভিডিও।