EntertainmentVideoViral Video

Bhojpuri Video : বন্ধ ঘরে হটেস্ট অক্ষরার সাথে প্রেমের সাগরে ডুব দিয়ে উষ্ণ রোমান্স নিরাহুয়ার, ভাইরাল ভিডিও

ভোজপুরি সিনেমা ও তার গান এখন সবসময়ই দর্শকদের মন কেড়ে নেয়। সেই সিনেমার নায়ক যদি হয় নিরহুয়া অর্থাৎ দীনেশ লাল যাদব তাহলে তো আর কথাই নেই। নিশ্চয়ই ভাবছেন নায়িকা কে? জানাবো তবে তার জন্য খানিক অপেক্ষা করতে হবে আপনাদের। নিরাহুয়ার সিনেমা রিলিজ মানেই হিট হবে। সেই সুবাদেই বারংবার সোশ্যাল মিডিয়া কাঁপাতে উপস্থিত হয় এই নায়ক। তবে আজ তার সিনেমা নয় বরং সিনেমার একটা হট গান ভাইরাল হয়েছে। সেই গান নিয়েই বিশেষভাবে হাজির হয়েছি আপনাদের জন্য। যে ভিডিও দেখলে এত উষ্ণতা আরও কয়েকগুন বৃদ্ধি পাবে।

  • Film : ‘সাবকা বাপ্ আঙ্গুঠা ছাপ’ (Sabka Baap Angutha Chaap)
  • Song : জাওয়ানি কে কেটালি (Jawani Ke Ketali)
  • Cast : দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav), অক্ষরা সিং (Akshara Singh)
  • Singers : নিরাহুয়া, স্বাতী শর্মা (Swati Sharma)

  • Song Story : নিরাহুয়াকে কার্যত প্রেম নিবেদন জানাতে দেখা গেল অক্ষরার সামনে। তবে সেই প্রেম শুরু হয়েছে এক ফালি ছোট বন্ধ ঘর ও চৌকির মাধ্যমে। মরিয়া হয়ে উঠেছে সকলে। ছোট চৌকির মধ্যে দুজনে যা করেছে তা সত্যি দেখলে অবাক লাগবে। অক্ষরার উপরে একসময় উঠে গিয়েছে নিরাহুয়া। শরীর ভরিয়ে দিয়েছে চুম্বনে। ভালোবাসার চরম একটা মুহুর্ত তৈরী করেছে এই জুটি। অক্ষরার পরনে শাড়ি। তবে ভোজপুরী নায়িকাদের শাড়িতেই কার্যত নারী মনে হয়।

  • Youtube Channel :SRK MUSIC‘ নামের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি মাত্র মাস খানেক আগে আপলোড করা হয়েছিল।
  • Views : বর্তমানে ৯০,০৭৫ জন দর্শক এই ভিডিওটি দেখে নিয়েছেন।

সাথেই গান ও এই রোমান্স ভরা ভিডিওর প্রশংসা করেছেন সকলে। দর্শকদের কতটা পছন্দ হয়েছে তা কমেন্ট বক্স দেখলেই বোঝা যাচ্ছে। আপনার কেমন লাগলো এই ভোজপুরি গান? আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।