রাতের অন্ধকারে বাড়ির ছাদে অক্ষরা সিংয়ের সাথে তুমুল রোমান্স দীনেশ লাল যাদবের, ভাইরাল ভিডিও

ভোজপুরি সিনেমা ও তার গান এখন সবসময়ই দর্শকদের মন কেড়ে নেয়। নায়িকা অক্ষরা সিং (Akshara Singh) ও নিরহুয়া অর্থাৎ দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) -র জুটি ব্যাপক জনপ্রিয়। তাঁদের সিনেমায় দলে দলে হাউজ ফুল হয়ে ওঠে। এবার তাঁদের লুকিয়ে খোলা ছাদের রোমান্স কার্যত ব্যাপক ভাইরাল হয়েছে। যে ভিডিও দেখলে এত উষ্ণতা আরও কয়েকগুন বৃদ্ধি পাবে।
সিনেমার নাম ‘সাবকা বাপ্ আঙ্গুঠা ছাপ‘। সেই সিনেমার ‘ব্যাটারী ফুল বা‘ গান হয়ে উঠেছে ভাইরাল (Viral)। গানের শুরুতেই অক্ষরা ও নিরহুয়া লুকিয়ে উপস্থিত হলেন খোলা ছাদে। ঘরোয়া বৌয়ের সাজেই দেখা গেল অক্ষরাকে। তবে তার ভিতরের যৌবন বলছিলো অন্য কথা।
ওদিকে নিরাহুকে লুঙ্গি ও সাধারণ গেঞ্জিতে দেখা গেলো। বারংবার তার স্ত্রীকে জাপটে জড়িয়ে ধরেছে। অক্ষরা যদিও একসময় দুর্বল হয়ে পরে। আর সেই ভিডিও এখন দেশ জুড়ে দর্শক উপভোগ করছেন। এই সিনেমায় নিরাহুয়ার সাথেই অভিনেত্রী শ্রুতি রাও (Shruti Rao) অভিনয় করেছিলেন। ‘এস. আর. কে মিউজিক’ নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল।
৫ দিনের মধ্যে ১.২ লক্ষ মানুষ দেখেছেন। সাথেই গান ও এই রোমান্স ভরা ভিডিওর প্রশংসা করেছেন সকলে। স্বাতী শর্মা ও নিরহুয়া নিজে এই গানটি গেয়েছিলেন। যে কারণে দর্শকদের খুবই মনে ধরেছে। আপনার কেমন লাগলো এই ভোজপুরি ভিডিও? আমাদের কমেন্ট করে জানান।