প্রকাশ্যে রাস্তায় আম্রপালি ও শ্রুতির সাথে তুমুল রোমান্স দীনেশ লাল যাদবের, ভাইরাল ভোজপুরি ভিডিও

নিরহুয়া রোমান্স করতে কতটা পটু তা নতুন করে প্রমাণ করার দরকার নেই। তাঁর সিনেমা মানেই রোমান্সর নতুন ডোজ থাকবে দর্শকদের জন্য। তবে এক নয় এবার দুইয়ের সাথে মিলে রোমান্স করেছেন নিরাহুয়া অর্থাৎ আপনাদের দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav)।
কার্যত এক নয় এবার দু দুজন অভিনেত্রীর সাথে কৃষ্ণ লীলা করেছেন অভিনেতা। এমনিতেই ভোজপুরি সিনেমা গুলি কিছু বিশেষ ঘাম ঝরানো দৃশ্যর জন্য বিখ্যাত। তার মধ্যে যদি একই সিনেমায় অভিনয় করেন দুই নায়িকা তাহলে কি আর নিরাহুয়ার হাত থেকে পার পাওয়া সম্ভব। চলুন তাহলে বিখ্যাত সেই গানের মুহুর্ত দেখে নেওয়া যাক।
Film: রাজা ডোলি লেকে আজা (Raja Doli Leke Aaja)
Song: ঘরওয়ালি বাহারওয়ালি (Gharwali Baharwali)
Cast : দীনেশ লাল যাদব (Dinesh lal Yadav), আম্রপালি দুবে (Amrapali Dubey), শ্রুতি রাও (Shruti Rao)।
Song Story: গানের শুরুতে একটি ফ্রেমে দেখা যায় তিন কলাকুশলীকে। তিনজনের এই কেমিস্ট্রি থেকে কার্যত দর্শকদের চোখ ফেরানো দায়। গানের শুরুতে খোলা পরিবেশে তিনজন নাচ শুরু করলেন। একবার আম্রপালি তো পরিবর্তিতেই শ্রুতি। কাকে ছেড়ে কাকে চাইবে নিরাহুয়া সেটাই বড়ো প্রশ্ন। বেশ অনেকবার নায়িকাদের শরীরে নিজেকে কার্যত হারিয়ে বসলেন নিরহুয়া।
Streaming Channel : ‘ওয়েভ মিউজিক ভোজপুরি’ (Wave Music Bhojpuri) নামের ইউটিউব চ্যানেল থেকে আপলোড হয়েছিল এই ভিডিও।
Views Count: ৫২,৩৪৪ জন এখনও পর্যন্ত এই ভিডিও দেখে আনন্দ উপভোগ করেছেন।