EntertainmentVideoViral Video

Bhojpuri Video : শাড়ির আঁচল সরিয়ে বৃষ্টির মধ্যে নিরাহুয়ার সাথে ভরপুর রোমান্স আম্রপালির, ভাইরাল ভিডিও

বর্তমানে সালটা ২০২৩। আর আজকের দিনে দাঁড়িয়ে বাংলা, হিন্দির পাশাপাশি ভোজপুরী (Bhojpuri) ইন্ডাস্ট্রিও ধীরে ধীরে মানুষের মনে জায়গা করে নিচ্ছে। নাচ, গান থেকে শুরু করে অভিনয়, কস্টিউম সব কিছুতেই এখন তারা তাক লাগাচ্ছেন অন্য ইন্ডাস্ট্রি গুলোকে। আর এই ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় তথা দর্শকের পছন্দের জুটি কারা তা নিশ্চই সকলের জানা? হ্যাঁ তারা হলেন দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) ওরফে নিরহুয়া ও আম্রপালি দুবের (Amrapali Dubey) জুটি।

সম্প্রতি ফের একবার তাদের দেখা গেল হট অবতারে। তাদের সেই রোম্যান্সে রীতিমতোন বুঁদ হয়েছেন ভক্তরা। ৪৪ বছর বয়সী নায়ক ও ৩৬ বছর বয়সী নায়িকা দুজনেই মেতেছেন যৌবনের খেলায়।

Movie: Aashik Aawara

Song: Karela Man Pat Jayi

Cast: দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) ওরফে নিরাহুয়া ও আম্রপালি দুবে (Amrapali Dubey)

Singer: দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav), কল্পনা (Kalpana)

Story: গোটা ভিডিওতে দীনেশ ও আম্রপালিকে বেশ রোম্যান্টিক মুডেই দেখা গিয়েছে। মেঘলা পরিবেশে খানিকটা লজ্জা রাঙা মুখে দুজনেই দুজনের চোখের ইশারায় একে অপরকে প্রেমের ভাব নিবেদন করছে। তার মধ্যেই আবার বৃষ্টির মধ্যে ভিজে দুজনকে রোম্যান্স করতে দেখা যাচ্ছে। ভেজা শরীরে আম্রপালির ভারী দেহের একাধিক শরীরী ভাঁজ আরও যেন বেশি করে সবাইকে আকৃষ্ট করেছে।

Youtube Channel: WWR Hamar Bhojpuriya নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে।

Views: ৬ বছর আগের পুরোনো এই ভিডিও ১৯ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন। আর পছন্দ করেছেন ৪১ হাজার মানুষ।

সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল দীনেশ ও আম্রপালির (Dinesh-Amrapali) এই ভিডিও (Video)।