EntertainmentVideoViral Video
ভোজপুরি ডিভা আক্ষরার সাথে প্রেমের সাগরে ডুব দিয়ে ভরপুর রোমান্স নিরাহুয়ার, ভাইরাল ভিডিও

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির উপরে এখন দেশের মানুষদের নজর থাকে। দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) অর্থাৎ নিরাহুয়া ও অক্ষরা সিংহ (Akshara Singh) সেখানকার হিট জুটি। তাই তাদের সিনেমা হোক কিংবা ভিডিও গান ঘরে ঘরে পৌঁছে যায়। এবার দুর্দান্ত একটি গান ভাইরাল হয়েছে। এই জুটির গান নিয়েই আপনাদের আজ বিস্তারিত জানাবো।
- Song Name : দিল পে চোট (Dil Pe Chot)
- Movie Name: জান লেবু কা (Jaan Lebu Ka)
- Singer: দীনেশ লাল যাদব ও প্রিয়াঙ্কা সিং।
- Song Story: ‘দিল পে চোট’ গানের শুরুতেই রোমান্সে মত্ত হয়েছেন দুজনে। গানে বিভিন্ন রঙের শাড়িতে নিজেকে সাজিয়ে তুলেছিলেন অক্ষরা। তবে ভিডিওর পরতে পরতে রয়েছে যৌনতা ভরা দৃশ্য। খোলামেলা পরিবেশে মধ্যে অক্ষরাকে নিজের করে নিয়েছেন নিরাহুয়া। শরীরের গোপন স্থানে স্পর্শ কিংবা চুম্বন কিছুই দিতে ভোলেননি নায়ক। অক্ষরার শরীর গরম করা চাহুনিতে কাবু হতে বাধ্য আপনি।
- Publish Channel: ‘PBR MUSIC‘ নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল।
- Views: এই ভিডিও আপলোড করার মাস পাঁচেকের মধ্যেই ৫.৫ লক্ষ ভিউজ ছাড়িয়ে গেছে।
আসা করা যায় আপনাদের এই গান খুবই ভালো লাগবে। তাই অতি অবশ্যই আপনি এই গানটি দেখে উপভোগ করুন। আর বলুন কেমন লাগলো আপনার এই ভিডিওটি।
Video: