Advertisement
EntertainmentVideoViral Video

সিংহরায় বাড়িরই ছেলের সঙ্গে বিয়ের মণ্ডপ থেকে পালিয়েছিল দ্যুতি, প্রমাণ করার চ্যালেঞ্জ নিল খড়ি, উচ্ছসিত দর্শকরা

Advertisement
Advertisements

গাঁটছড়া (Gantchhora) নিয়ে দর্শকমহলে উত্তেজনা থামছেই না। চাতক পাখির মতো সবাই আশায় বসে রয়েছেন কবে দ্যুতির পর্দা ফাঁস হবে। কিন্তু এতো ধীরে ধীরে ধারাবাহিকের গল্প এগোচ্ছে যে, কার্যত বিরক্ত হয়ে যাচ্ছেন। সম্প্রতি স্টার জলসার তরফে সিরিয়ালের একটি নতুন প্রোমো শেয়ার করা হয়েছে। সেখানেই দর্শকদের প্রতিক্রিয়া নজরে এসেছে।

সিংহরায় বাড়িরই ছেলের সঙ্গে বিয়ের মণ্ডপ থেকে পালিয়েছিল দ্যুতি, প্রমাণ করার চ্যালেঞ্জ নিল খড়ি, উচ্ছসিত দর্শকরা

Advertisements

আগে কথা বলা যাক এই নতুন প্রোমোকে নিয়ে। অবশেষে খড়ি জানতে চলেছে সিংহরায় বাড়িরই ছেলে রাহুল (Rahul)-এর হাত ধরেই বিয়ের মণ্ডপ ছেড়ে পালিয়েছিল দ্যুতি (Dyuti)।

Advertisements

সিংহরায় বাড়িরই ছেলের সঙ্গে বিয়ের মণ্ডপ থেকে পালিয়েছিল দ্যুতি, প্রমাণ করার চ্যালেঞ্জ নিল খড়ি, উচ্ছসিত দর্শকরা

আর এবার ঋদ্ধি (Riddhi) সহ সবার কাছে সেটাই প্রমাণ করার চ্যালেঞ্জ নিতে চলেছে খড়ি (Khori)। আর এই প্রোমো দেখে দর্শকদের কেউ বলছে – একেবারে জমে গেছে। কেউ বলছে – ফাটাফাটি।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

কেউ আবার বিরক্তির সুরে বলেছেন – এই ট্র্যাকটা আর লম্বা করবেন না। ঋদ্ধির খড়ির উপর অকারণ রাগারাগি, খড়িকে অপমান করা দেখতে ভালো লাগছে না। আগে সত্যিটা ঋদ্ধির সামনে আনুন তারপর অন্য গল্প শুরু করুন।

সিংহরায় বাড়িরই ছেলের সঙ্গে বিয়ের মণ্ডপ থেকে পালিয়েছিল দ্যুতি, প্রমাণ করার চ্যালেঞ্জ নিল খড়ি, উচ্ছসিত দর্শকরা

বোঝায় যাচ্ছে, ‘খড়ির দ্বিরাগমন’ পর্ব দেখতে দেখতে বোর হয়ে উঠছেন দর্শকরা। তারাও গল্পে টুইস্ট চাইছেন। এখন দেখার কতদিনে খড়ি দ্যুতি ও রাহুলের সত্যটা সামনে আনে। আর দর্শকদের চাহিদা অনুযায়ী খড়ি-ঋদ্ধির রোম্যান্স পর্ব শুরু হয়।