মিঠাইকে হারিয়ে বেঙ্গল টপার ‘ধূলোকণা’, কত নম্বরে গাঁটছড়া? দেখুন TRP তালিকা
TRP List: মিঠাইকে সরিয়ে এবার বেঙ্গল টপার হল ‛ধূলোকনা’ (Dhulokona)। লালন – ফুলঝুরির বিয়ের দিন যত এগিয়ে এসেছে ততই মানুষজনের উত্তেজনা বেড়েছে। আর তার দৌলতেই প্রথম স্থান দখল করলো এই ধারবাহিক। দ্বিতীয় স্থানে রয়েছে ‛গাঁটছড়া’ (Gantchhora)। ঋদ্ধি-খড়ির মাখোমাখো প্রেম ও খড়িদের বাড়ি বিক্রি করলো কে সেই অপরাধী খোঁজ সব নিয়ে জমজমাট এই ধারাবাহিক।
গত সপ্তাহে প্রথম থাকলেও এ সপ্তাহে টিআরপি কমে তৃতীয় স্থানে ‛মিঠাই’ (Mithai) ধারাবাহিক। ছেলে মেয়েদের মধ্যে ঝামেলা দেখিয়ে যে উত্তেজনা তৈরি করা হয়েছিল তা যে একেবারেই কোনো কাজে আসেনি তা বেশ ভালোই বোঝা যাচ্ছে। আসুন তবে জেনে নেওয়া যাক এ সপ্তাহের টিআরপি তালিকা।
১.ধূলোকনা-৮.০
২.গাঁটছড়া-৭.৯
৩.মিঠাই-৭.৮
৪.আলতা ফড়িং-৭.৭
৫.গৌরী এল-৭.৬
৬.লক্ষ্মী কাকিমা সুপারস্টার-৭.৩
৭.মন ফাগুন-৭.০
৮.অনুরাগের ছোঁয়া, উমা-৬.৫
৯.এই পথ যদি না শেষ হয়-৬.৩
১০.আয় তবে সহচরী, খেলনা বাড়ি-৫.৭