×
EntertainmentVideoViral Video

শুধু সিরিয়াল নয় বাস্তবেও দুর্দান্ত গান করে লালন! অভিনেতা ইন্দ্রাশিসের খালি গলার গান শুনে মুগ্ধ নেটিজেনরা

ধারাবাহিকের পাশাপাশি বাস্তব জীবনেও দারুন গান করেন লালন ওরফে অভিনেতা ইন্দ্রাশিস রায় (Indrasish Roy)। অভিনেতার গানের গলায় মুগ্ধ নেটিজেনরা। বাংলা টেলিভিশন জগতের একজন জনপ্রিয় অভিনেতা হলেন ইন্দ্রাশিস। বেশ কয়েকটি ধারাবাহিকে কাজ করেছেন। বর্তমানে তাকে স্টার জলসার পর্দায় জনপ্রিয় ধারাবাহিক ‛ধূলোকনা’ (Dhulokona) তে লালন নামের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে।

 

View this post on Instagram

 

A post shared by Souravi Tarafdar (@souravi91)

তবে, শুধু ছোট পর্দারই নন বড়পর্দারও একজন জনপ্রিয় অভিনেতা হলেন ইন্দ্রাশিস। ধারাবাহিকে তাকে একজন ড্রাইভারের পাশাপাশি গায়কের রোলও প্লে করতে দেখা যাচ্ছে। কিন্তু জানেন কি বাস্তব জীবনেও অভিনেতা দূর্দান্ত গান গায়। আর সেটাই ধরা পড়েছে অভিনেতার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।

শুধু সিরিয়াল নয় বাস্তবেও দুর্দান্ত গান করে লালন! অভিনেতা ইন্দ্রাশিসের খালি গলার গান শুনে মুগ্ধ নেটিজেনরা -

সম্প্রতি ইন্দ্রাশিস নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে শেয়ার করেছেন একটি ভিডিও (Video)। যেখানে তাকে খালি গলায় একান্তে বসে ‛ও যে মানে না মানা’ গানটি গাইতে দেখা যাচ্ছে। পরণে রয়েছে স্যান্ডো গেঞ্জি ও হাফ প্যান্ট। ভিডিও শেয়ার করতেই ২৫ হাজারের বেশি মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। এমনকি পছন্দ করেছেন ২ হাজারের বেশি মানুষ।

 

View this post on Instagram

 

A post shared by Souravi Tarafdar (@souravi91)

শুধু তাই নয় বহু মানুষ কমেন্টও করেছেন। অভিনেত্রী মানালি (Manali Dey) অর্থাৎ ‛ধূলোকনা’ ধারাবাহিকের ফুলঝুরি তিনটি লাভ ইমোজি দিয়েছেন। এমনকি নেটিজেনরা কেউ লিখেছেন ‛ওয়ান্ডারফুল’। আবার কেউ লিখেছেন ‛অসাধারণ’। সম্প্রতি অভিনেতার দূর্দান্ত গানের গলার ভিডিও হু হু করে ভাইরাল হয়েছে নেট মাধ্যমে।