Advertisement
EntertainmentSportsVideoViral Video

‘আমি ভালো করে বাংলা বুঝতে পারি’, ধোনির কন্ঠে বাংলা শুনে ফিদা ভক্তরা, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Advertisement
Advertisements

গত ২৪সে সেপ্টেম্বর যেন একটি অন্য রেকর্ড গড়লেন মহেন্দ্র সিং ধোনি (MS. Dhoni)। কলকাতার জামাই ধোনি খুব কম যদিও কলকাতায় এসেছেন খেলার সূত্র ছাড়া। এক কোম্পানির দ্বারা একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল জয়পুর ম্যারিওট হোটেলে। সেখানেই যোগ দেবার জন্য মূলত ধোনির সেখানে যাওয়া। আর সেই স্টেজেই তার মুখে বাংলা কথা শুনে হতবাক সবাই।

Advertisements

মঞ্চে উপস্থিত ছিলেন বাংলার জনপ্রিয় অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য (Ambareesh Bhattacharya) এবং অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। পাশে দাঁড়িয়ে ধোনি মাইক হাতে বললেন -‘আমি ভালো বাংলা বুঝতে পারি। কিন্তু বলতে গেলে ভুলভাল বলে ফেলব।’ ব্যাস আর কি চাই এই টুকু বাংলাই যেন কলকাতা সহ সমস্ত বাংলার কাছে এক উপন্যাসের সমান।

Advertisements

 

View this post on Instagram

 

A post shared by Rituparna Sengupta (@rituparnaspeaks)

শ্যাওলা রঙের ফুলহাতা টি শার্ট ও ডেনিম পরেছিলেন ধোনি। অন্যদিকে ঋতুপর্ণা পরেছিলেন লাল রঙের পোশাক। পাঞ্জাবি, পাগড়ি পরে যেন স্বয়ং রাজার বেশে নিজেকে সাজিয়ে তুলেছিলেন অম্বরীশ। শুধু তাই নয় অভিনেতা নিজের ফেসবুকে একটি তিনজনের সেলফি আপলোড করেছেন। ক্যাপশনে লিখেছেন -‘ধোনি’ -র সাথে ছবি তুলতে গেলে একটু “রাজা” সাজতে হয় বৈকি…’

২০১০ সালে কলকাতার মেয়ে সাক্ষী মালিকের সাথে বিয়ে হয় ধোনির। তাদের প্রেমের গল্প নিশ্চয়ই আপনারা ধোনির বায়ো পিকের মাধ্যমে দেখেছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ধোনি অবসর নিলেও আইপিএল খেলবেন তিনি। কলকাতার জামাই কলকাতায় না এসে এমন বাংলা কথা বলেছেন যেন এখন এটাই দিন ভর কানে বাজছে তার অনুরাগীদের।