‘কলিযুগে বাঁচতে গেলে টাকা লাগে’, দেবের ছবিতে গান গাইল ‘সুপারস্টার সিঙ্গার’-র প্রাঞ্জল, মুগ্ধ দর্শকরা

এ যুগে বাঁচতে গেলে যে টাকা কতটা প্রয়োজন সেকথা আশাকরি কাউকে বলে দিতে হবে না। আর সেই নিয়েই দেবের পুজো রিলিজ ‛কাছের মানুষ’ র(Kacher Manush) নতুন গান ‛গাড়ি ঘোরাতে যেমন চাকা লাগে, কলিযুগে বাঁচতে গেলে টাকা লাগে’। এই কলি যুগে দাঁড়িয়ে বহু মানুষ মুখোমুখি হয় এই সত্যের। আর এবার সেটাই ফুটে উঠেছে দেব (Dev) ও প্রসেনজিতের (Prosenjit) অভিনয়ের মধ্যে দিয়ে। তবে, এই গানটি কে গেয়েছেন তা জানেন কি?
‛সুপারস্টার সিঙ্গার ২’ র (Superstar Singer 2) ফাইনালিস্ট প্রাঞ্জল বিশ্বাস (Pranjal Biswas) এই গানটি গেয়েছেন। আর এই গানের মধ্যে দিয়েই সে টলিউডে প্লে-ব্যাক করলো। তার গানের গলা নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। নদীয়ার ছেলে প্রাঞ্জল ইতিমধ্যেই তার দরদী গলা দিয়ে বহু মানুষের হৃদয় জয় করে নিয়েছেন। সকলের প্রত্যাশা ছিল সোনি টিভির রিয়েলিটি শোতে তার হাতেই ট্রফি উঠবে।
অবশেষে ফাইনালে পৌঁছালেও ট্রফি হাতছাড়া হয় প্রাঞ্জলের। কিন্তু তাতে কি? গান দিয়ে সে বহু মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। নীলায়ন চট্টোপাধ্যায়ের লেখা ও সুর করা এই গানের মধ্যে রয়েছে বাউল গানের ছোঁয়া। আর তাইতো প্রাঞ্জলের দরদী গলা গান যেন আলাদাই মাত্রা এনে দিয়েছে। সম্প্রতি গানের লঞ্চ ইভেন্টে দোতারা হাতে হাজির হয়েছিলেন ছোট্ট গায়ক।
এদিন মঞ্চে লাইভ পারফরম্যান্সও করেন প্রাঞ্জল। প্রচলিত লোক গান ‛টাকা লাগে’ থেকেই অনুপ্রাণিত হয়ে এই গানটি তৈরি হয়েছে। একটা বাঙালি মধ্যবিত্ত পরিবারের জীবন সংগ্রামের গল্প উঠে এসেছে এই গানের মধ্যে দিয়ে। দেব ও তার প্রযোজনা সংস্থা দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স র ব্যানারে আসতে চলেছে এই ছবিটি। এছাড়া ছবিটি পরিচালনা করেছেন পথিকৃৎ বসু। ‛
‛কাছের মানুষ’ ছবিটির হাত ধরে ফিরে আসতে চলেছে একটি পরিবারের জীবন সংগ্রামের গল্প। জীবন কাহিনী ছবির সেই সংলাপ ‛তোমায় মৃত্যু মানেই তো আমার জীবন’, সেই ঘটনারই পুনরাবৃত্তি হবে এই ছবির মাধ্যমে। সিনেমায় বিকাশ রায় অনুপ কুমারকে এই কথাটি বলেছিলেন।