‘বাপরে বাপ পোয়েনজিৎ চ্যাটার্জি’, বুম্বাদাকে নিয়ে মশকরা রোহনের, ‘তোকে শো থেকে বার করে দেবো’, বললেন দেব

‛ডান্স ডান্স জুনিয়র সিজন ৩’ র মঞ্চে উপস্থিত টলিউডের ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি(Prosenjit Chatterjee)। চলতি বছরের ৬ আগস্ট স্টার জলসার পর্দায় শুরু হয়েছে ‛ডান্স ডান্স জুনিয়র সিজন ৩’(Dance Dance Junior Season 3)। আগের দুটি সিজনের থেকে এই সিজেন বেশ খানিকটা বদল ঘটেছে। আর যা চুটিয়ে উপভোগ করছেন দর্শকরা। সুনীল শেট্টি ও মৌনীর পর এবার এই শোতে হাজির দেবের ‛কাছের মানুষ’ প্রসেনজিৎ।
এদিনের মঞ্চে প্রসেনজিৎ ধরা দিয়েছিলেন একেবারে সাবেকি সাজে। তার পরনে ছিল সাদা রঙের পাঞ্জাবি। প্রতিযোগীদের পারফরম্যান্স এ একেবারে মুগ্ধ বুম্বাদা। এমনকি দেবের বক্তব্য এই পারফরম্যান্স যদি দর্শকেরা মিস করেন তাহলে তারা ডান্স ডান্স জুনিয়র সিজন ৩ কিছুই দেখেননি। এই মঞ্চে বিচারকের ভূমিকায় রয়েছেন দেব, রুক্মিণী ও মনামী। এছাড়া ৩ ক্যাপ্টেনের ভূমিকায় রয়েছে ‛গুনগুন’ ওরফে তৃনা (Trina), ‛খুকুমণি’ ওরফে দ্বিপান্বিতা (Dipanwita) আর ‛গঙ্গারাম’ ওরফে অভিষেক (Avishek)।
তার সঙ্গে রয়েছে ভাসান বাপির অর্থাৎ অভিনেতা রোহন ভট্টাচার্য র কমেডি। এছাড়া এই শো সঞ্চালনার দায়িত্বে রয়েছে দুই খুদে শিল্পী উদিতা ও লাড্ডু। শুভঙ্কর চট্টোপাধ্যায়ের পরিচালনায় শনি ও রবি বার রাত ৯ টায় স্টার জলসার পর্দায় অনুষ্ঠিত হয় এই শো। তবে শো চলাকালীন ভাসান বাপিকে অর্থাৎ অভিনেতা রোহন ভট্টাচার্যকে এই শো থেকে বের করে দেওয়ার হুমকি দিলেন দেব! কিন্তু কেন?
ভাইরাল ওই প্রমোতে শোয়ের মাঝেই বুম্বাদাকে দেখে ভাসান বাপিকে বলতে শোনা যাচ্ছে যে, আরে বাপ রে বাপ পোয়েনজিৎ চ্যাটার্জি। আর এই কথা শুনেই খানিকটা মুখভার হল প্রসেনজিতের। এমনকি দেবও(Dev) হুমকি দিল শো থেকে বের করে দেওয়ার। তাহলে কি আগামী দিনে সত্যি সত্যি এই শোয়ে আর দেখা যাবে না ভাসান বাপিকে? নাকি পুরোটাই স্ক্রিপ্টেড? তা বলবে শোয়ের আগামীপর্ব।