Entertainment

Dev-Subhashree: সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল দেব-শুভশ্রীর বিয়ের ছবি

Advertisement
Advertisements

বরের বেশে দেব আর কনের বেশে শুভশ্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দেব-শুভশ্রীর এই ছবি। বাংলা চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় অভিনেতা হলেন দেব (Dev)। অন্যদিকে জনপ্রিয় অভিনেত্রী হলেন শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly)। অনস্কিন রোম্যান্টিক জুটিদের মধ্যে তাঁরা হলেন অন্যতম।

Dev-Subhashree: সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল দেব-শুভশ্রীর বিয়ের ছবি

২০০৯ সালে ‛চ্যালেঞ্জ’ (Challenge) ছবিতে প্রথমবারের জন্য তাঁদের জুটি বাঁধতে দেখা যায়। যা বক্স অফিসে তুমুল সাফল্য আনে। এরপর ‛পরান যায় জ্বলিয়া রে’ (Paran Jai Jaliya Re), ‛খোকাবাবু’ (Khoka Babu), ‛রোমিও’ (Romeo) সহ একের পর এক ছবি দিয়ে তাঁরা মনজয় করেন দর্শকদের। আর এই কাজের সূত্র ধরেই একটা সময় তাঁদের মধ্যে গড়ে উঠেছিল সম্পর্ক। যা নিয়ে তারা কোনোদিন মুখ না খুললেও টলিপাড়ার ওপেন সিক্রেট ছিল এটি।

Dev-Subhashree: সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল দেব-শুভশ্রীর বিয়ের ছবি

যদিও পরবর্তীকালে তা দীর্ঘস্থায়ী হয়নি। এমনকি বিচ্ছেদের পর শুভশ্রী নিজের মুখেই স্বীকার করেছিলেন তাদের সম্পর্কের কথা। তারপর পেরিয়েছে অনেকগুলো বছর। দেব-শুভশ্রী (Dev-Subhashree) দুজনেই নিজের জীবনপথে অনেক দূর এগিয়ে গিয়েছেন। শুভশ্রী এখন রাজের (Raj Chakraborty) ঘরণী ও ইউভানের (Yuvaan Chakraborty) মা। আর ওদিকে রুক্মিণীর (Rukmini Maitra) সঙ্গেও দেবের সম্পর্কের কথা কারোর অজানা নয়।

Dev-Subhashree: সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল দেব-শুভশ্রীর বিয়ের ছবি

ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের জেরে তাঁদের আর একসঙ্গে কাজও করতে দেখা যায়নি। তবে, তাদের মধ্যেকার সম্পর্কের সমীকরণ আজ অনেকটাই সহজ হয়েছে। আর এসবের মাঝেই ভাইরাল (Viral) হয়েছে দেব-শুভশ্রীর পুরোনো একটি ছবি। যেখানে দেবকে বরের বেশে আর শুভশ্রীকে কনের সাজে দেখা যাচ্ছে। ২০১৫ সালের অক্টোবর মাসে এই ছবিটি আপলোড করা হয়েছিল।

কিন্তু তখন কি এমন হয়েছিল যার কারণে এমন সাজে ধরা দিয়েছিলেন দুজনেই। সেক্ষত্রে আপনাদের বলে রাখি যে, এটি সিনেমার শ্যুটিংয়েরই একটি দৃশ্য। বর্তমানে যা নেটমাধ্যমে ভাইরাল হতেই নেটিজেনরা একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন কমেন্টবক্স। কেউ লিখেছেন ‛এমনটাই তো হওয়ার কথা ছিল, কেন হল না দেব দা’?। আবার কেউ এই ছবিটি দেখে বেশ নস্টালজিক হয়ে পড়েছেন।

Dev-Subhashree: সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল দেব-শুভশ্রীর বিয়ের ছবি

প্রসঙ্গত, ২০১৬ সালে দেবের সঙ্গে জুটি বেঁধে ‛ধূমকেতু’ (Dhumketu) সিনেমায় অভিনয় করেছিলেন শুভশ্রী (Subhashree Ganguly)। যদিও সেই ছবি এখনও পর্যন্ত মুক্তি পায়নি। এমনকি মুক্তি পাবে কবে সেই কথাও জানা যায়নি। তবে, মাঝেমধ্যেই কথা প্রসঙ্গে দেবকে বলতে শোনা যায় তিনিও খুব চেষ্টা করছেন এই ছবি রিলিজ করার। বর্তমানে সেই আশাতেই দিন গুনছেন দেব-শুভশ্রী প্রেমী ভক্তরা।