EntertainmentVideoViral Video

মন মানে না, ডান্স ডান্স জুনিয়র’র মঞ্চে দুর্দান্ত নাচে ঝড় তুললেন দেব-কোয়েল, প্রশংসার ঝড় নেটদুনিয়ায়

Advertisement

দেব-কোয়েলের (Dev-Koel) ধামাকাদার পারফরম্যান্সে মাতলো ‛ডান্স ডান্স জুনিয়র সিজন ৩’-র (Dance Dance Junior Season 3) মঞ্চ। তাদের কেমিস্ট্রি নিয়ে নতুন করে বলার কিছু নেই। ‛প্রেমের কাহিনী’, ‛মন মানে না’, ‛বলো না তুমি আমার’-র মতো একাধিক হিট সিনেমা তারা উপহার দিয়েছেন। বহুদিন তাদের একসঙ্গে জুটি বাধতে না দেখা গেলেও এখনও তাদের জুটির ক্রেজ বর্তমান। দর্শকেরা আজও সমানভাবে পছন্দ করেন তাদের জুটিকে।

মন মানে না, ডান্স ডান্স জুনিয়র'র মঞ্চে দুর্দান্ত নাচে ঝড় তুললেন দেব-কোয়েল, প্রশংসার ঝড় নেটদুনিয়ায়

তবে, সিনেমায় পর্দায় তাদের একসঙ্গে দেখতে না পেয়ে বেশ আফসোস হয় বৈকি তাদের ফ্যানেদের। আর এবার সেই আফসোস পুরোপুরি ভাবে মিটিয়ে দিতে আবারও তারা ধরা দিচ্ছেন একসঙ্গে। কিন্তু কোনো সিনেমার পর্দায় নয় স্টার জলসার জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো ‛ডান্স ডান্স জুনিয়র সিজন ৩’-র মঞ্চেই এবার দেখা মিলল তাদের।

মন মানে না, ডান্স ডান্স জুনিয়র'র মঞ্চে দুর্দান্ত নাচে ঝড় তুললেন দেব-কোয়েল, প্রশংসার ঝড় নেটদুনিয়ায়

বর্তমানে এই রিয়েলিটি শোয়ের গ্র্যান্ড ফাইনালের শ্যুটিং নিয়ে বেশ ব্যস্ততায় দিন কাটছে সকলের। খুব সম্ভবত এটি গ্র্যান্ড ফিনালেরই একটি মুহুর্ত। যা ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। ভিডিওতে দেব ও কোয়েলকে একসঙ্গে তাদেরই একেরপর এক সিনেমার গানে ধামকাদার পারফরম্যান্স করতে দেখা যাচ্ছে। কোয়েলের পরণে রয়েছে সিকয়েন্সের ফুলহাতা টপ ও নীচে কালো লং স্কার্ট।

আর ওদিকে দেবের পরণে প্যান্ট-শার্টের সঙ্গে পেয়ারআপ করা ব্লেজার। সম্প্রতি ‛দেব দ্য সুপারস্টার’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে। বহু মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। এমনকি অনেকে আবার কমেন্ট করে এই জুটির উদ্যেশে ভালোবাসার ইমোজি দিয়েছেন। সম্প্রতি নেটমাধ্যমে ভাইরাল দেব-কোয়েলের এই ডুয়েট পারফরম্যান্স।