×
EntertainmentVideoViral Video

‘তোমায় তুই বলবো না তুমি…’, নিজেদের সিনেমার গানে প্রকাশ্য মঞ্চে রোমান্স দেব-রুক্মিণীর, ভাইরাল ভিডিও

দেব-রুক্মিণীর (Dev-Rukmini) পারফরম্যান্সে এবার জমে উঠলো ‛ডান্স ডান্স জুনিয়র সিজন ৩’ (Dance Dance junior Season 3) র মঞ্চ। চলতি বছরের ৬ আগস্ট স্টার জলসার পর্দায় শুরু হয়েছে ‛ডান্স ডান্স জুনিয়র সিজন ৩’। আগের দুটি সিজনের থেকে এই সিজেন বেশ খানিকটা বদল ঘটেছে। আর যা চুটিয়ে উপভোগ করছেন দর্শকরা। আর তার মাঝেই রিল ও রিয়েল লাইফ জুটি দেব-রুক্মিণীর নাচ তাক লাগালো নেটিজেনদের।

‘তোমায় তুই বলবো না তুমি...', নিজেদের সিনেমার গানে প্রকাশ্য মঞ্চে রোমান্স দেব-রুক্মিণীর, ভাইরাল ভিডিও -

এই মঞ্চে বিচারকের ভূমিকায় দেখা মিলছে দেব ও রুক্মিণীর। সঙ্গে রয়েছে অভিনেত্রী মনামী (Monami Ghosh) । এছাড়াও ৩ ক্যাপ্টেনের ভূমিকায় রয়েছে ‛গুনগুন’ ওরফে তৃনা (Trina), ‛খুকুমণি’ ওরফে দ্বিপান্বিতা (Dipanwita) আর ‛গঙ্গারাম’ ওরফে অভিষেক (Avishek)। তার সঙ্গে রয়েছে ভাসান বাপির কমেডি। এই শো সঞ্চালনার দায়িত্বে রয়েছে দুই খুদে উদিতা ও লাড্ডু। শুভঙ্কর চট্টোপাধ্যায়ের পরিচালনায় আবারও অসাধারণ সব ডান্স পারফরম্যান্সর সাক্ষী থাকছেন দর্শকেরা।

‘তোমায় তুই বলবো না তুমি...', নিজেদের সিনেমার গানে প্রকাশ্য মঞ্চে রোমান্স দেব-রুক্মিণীর, ভাইরাল ভিডিও -

প্রতি সপ্তাহের শনি ও রবিবার রাত সাড়ে ৯ টায় স্টার জলসার (Star jalsha) পর্দায় দেখা যায় এই শো। আর এবার এই মঞ্চেই দেব-রুক্মিণী দেখালো তাদের পারফরম্যান্স। তাদেরই অভিনীত ‛কিশমিশ’ সিনেমার ‛তোকে তুই বলবো না তুমি’ গানে কোমর দোলাতে দেখা গেল দুজনকে। দেবের পরণে রয়েছে ফরমাল প্যান্ট ও ব্লেজার। আর রুক্মিণীর পরণে রয়েছে লাল রঙের ওয়েস্টার্ন ওয়ান পিস। স্টার জলসার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ভাইরাল (Viral) হয়েছে।

ইতিমধ্যেই প্রায় দেড় লক্ষের কাছাকাছি মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। এমনকি পছন্দ করেছেন প্রায় সাড়ে ৩ হাজারের কাছাকাছি মানুষ। তবে, দেব-রুক্মিণীর এই পারফরম্যান্স দেখে এক নেটিজেন প্রশ্ন তুলেছেন যে, এটা কি ধরণের নাচ?। আবার কেউ বলেছেন রুক্মিণীর থেকে দীপান্বিতা বেস্ট। কেউ তো আবার এই ভিডিও দেখে হাসির ইমোজিতে ভরিয়েছেন কমেন্ট সেকশন।