বয়কট ট্রেন্ডের মাঝেও নতুন রেকর্ড রনবীরের, ‘ব্রহ্মাস্ত্র’-এর হাত ধরেই সুদিন ফিরতে চলেছে বলিউডের!

‛ব্রহ্মাস্ত্র’ র (Brahmastra) হাত ধরে বলিউডের ঘরে ফিরতে চলেছে সুদিন! একে দক্ষিণী সিনেমার কোপ তার উপর বয়কট ট্রেন্ডের চক্করে বলিউড সিনেমা থেকে রীতিমতো মুখ ফেরাচ্ছেন মানুষজন। আর সেখানে দাঁড়িয়ে রণবীর (Ranbir Kapoor) ও আলিয়া ভাট (Alia Bhatt) অভিনীত ‛ব্রহ্মাস্ত্র’ রীতিমতো হইচই ফেলে দিয়েছে। শুরু থেকেই এই ছবিকে ঘিরে আলোচনার শেষ ছিল না। এমনকি দিন দুয়েক আগে উজ্জয়নের মহাকাল মন্দিরে ঢুকতে রণবীর ও আলিয়াকে বাধা দেওয়া হয়েছিল।
আর সেই জায়গায় দাঁড়িয়ে এই ছবির সাফল্য এক আলাদাই খুশি এনে দিয়েছে হিন্দি ছবির জন্য। এই বছরের সবচেয়ে চর্চিত সিনেমা হল ‛ব্রহ্মাস্ত্র’। এটি তৈরিতে খরচ পড়েছে ৪১০ কোটি টাকা। আর সেই কারণে এই ছবিকে সাফল্য পেতে হলে একটু বেশিই ভালো রেজাল্ট করতে হবে। শুক্রবার মুক্তি পেয়েছে এই ছবি। আর তার আগেই অগ্রিম ছবির বুকিং এতটাই হয়েছিল যা দেখে বোঝা যাচ্ছিল দর্শকরা এই ছবির জন্য কতটা আগ্রহী।
বৃহস্পতিবার অগ্রিম টিকিট বুকিং অবধি এই ছবি ব্যবসা করেছিল ১৯ কোটির। এই ছবির ব্যবসা নিয়ে ট্রেড অ্যানালিস্টদের অনুমান প্রথমদিনে ৩৫-৪০ কোটির কাছাকাছি ব্যবসা করবে। অন্যদিকে সঞ্জয় দত্তের বায়োপিকের প্রথম দিনের কালেকশন ছিল ৩৪.৫০ কোটি। আর সেটা রণবীরের কেরিয়ারের বড় ওপেনার। তবে, ‛ব্রহ্মাস্ত্র’ যে তা পার করে যাবে তেমনটাই আশা রাখছে বিশেষজ্ঞরা।
এই ছবি নিয়ে বাণিজ্যিক বিশ্লেষক কোমল নাহাটা বলেছিলেন যে, ব্রহ্মাস্ত্রর শুরুটা বড়সড় হতে চলেছে। ছবি বয়কটের মৃত্যু এই ছবির হাত ধরেই। আর সেকথা যে পুরোপুরি মিলে গিয়েছে তা বলাই যায়। দেশের মধ্যে ১০ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে এই ছবি।