শেষমেষ প্রসেনজিৎকে ভুলে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে অভিনেত্রী দেবশ্রী রায়!

অবশেষে মৌনতা ভেঙে বিয়ের পিঁড়িতে দেবশ্রী! বাংলা চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় কিংবদন্তি অভিনেত্রী হলেন দেবশ্রী রায় (Deboshree Roy)। প্রসেনজিৎ থেকে শুরু করে চিরঞ্জিত, তাপস পাল, ভিক্টর ব্যানার্জ্জী র মতো তাবড় তাবড় অভিনেতাদের সাথে কাজ করেছেন তিনি। উপহার দিয়েছেন নানান সুপারহিট সিনেমা। ‘আমি কলকাতার রসগোল্লা’ গানে কোমর দুলিয়ে মাতিয়েছিলেন বহু দর্শকদের।
তবে, এরপর বেশ কিছু বছর তিনি অভিনয় জগৎ থেকে দূরে ছিলেন। নেমেছিলেন রাজনীতির ময়দানে। পাক্কা দশ বছর সামলেছেন বিধায়িকার পদ। কিন্তু সেখান থেকে বিদায় নিয়ে তিনি আবারও ফিরেছেন অভিনয়ে। জি বাংলার পর্দায় ‛সর্বজয়া’ ধারাবাহিক দিয়েই আবারও ছোট পর্দায় কামব্যাক করেছেন অভিনেত্রী। যদিও কিছুদিনের মধ্যেই ধারাবাহিকটি বন্ধ হয়ে যায়।
তার কেরিয়ারের দিক যেমন সকলের জানা তেমনিই তার ব্যাক্তিগত জীবনও কারোর অজানা নয়। ভালোবেসে বিয়ে করেছিলেন প্রসেনজিৎকে। কিন্তু মাত্র ৩ বছরের মাথায় ভেঙে যায় সেই সম্পর্ক। এরপর প্রসেনজিৎ দুবার বিয়ের পিঁড়িতে বসলেও দেবশ্রী একাই রয়ে গিয়েছেন। তবে, এবার নাকি তিনিও বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। ইতিমধ্যেই কার্ডও ছাপা হয়ে গিয়েছে। কিন্তু পাত্রটি কে? আসলে সম্প্রতি ‛ডান্স বাংলা ডান্স’-র মঞ্চে হাজির হয়েছেন দেবশ্রী।
যেখানে ‛ত্রয়ী’-র স্মৃতি উস্কে দিয়ে ‛জানা অজানা’ গানে পা মিলিয়েছেন দেবশ্রী-মিঠুন। আর সেই মঞ্চেই পাওয়া গেল দেবশ্রীর পাত্র। সুক্ষ শরীর ধারণকারী পাত্রের নাম খাটিয়া কুমার। বর্তমানে এই দুস্টু ভুত ‛ডান্স বাংলা ডান্স’-র মঞ্চে ম্যাজিশিয়ানের কাছে জব্দ। তবে, দেবশ্রী নাকি তার ক্রাশ। আর তাইতো দেবশ্রীকে মঞ্চে পেয়ে নিজের সঙ্গে বিয়ের ঘোষণা সেরে ফেলেছেন। এমনকি কার্ড ছাপিয়েও ফেলেছেন।
আর সেই কার্ডে দেবশ্রীর পাশে রয়েছে খাটিয়া কুমারের ছবি। বিয়ের কার্ড দেখে তো হেসে লুটোপুটি খাচ্ছে দেবশ্রী সহ বাকি সকলে। যদিও বিয়ের তারিখ এখনও ঠিক হয়নি। তারিখ নির্বাচনের দায়িত্ব পড়েছে মিঠুন চক্রবর্তীর উপর। এখন শুধু বিয়ের অপেক্ষা।