×
Entertainment

Debchandrima Singha Roy: অনাবৃত নিম্নাঙ্গ, সুপার হট অবতারে ভক্তদের ঘুম কাড়লেন চিঠি দেবচন্দ্রিমা

‛সাঁঝের বাতি’ র চারুর চরিত্রে অভিনয় করে মনজয় করেছিলেন সকলের। কার কথা বলছি বুঝতে পারছেন না নিশ্চই? তিনি হলেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Roy)। সম্প্রতি এবার নেটের পোশাকে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতার পারদ চড়ালেন অভিনেত্রী। বর্তমানে তাকে স্টার জলসারই পর্দায় ‛সাহেবের চিঠি’ নামের একটি ধারাবাহিকে কাজ করতে দেখা যাচ্ছে। চিঠি চরিত্রে তার অভিনয় সকলেরই মনজয় করে নিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় এক্টিভ এই অভিনেত্রী মাঝেমধ্যেই ছবি ও ভিডিও (Video) শেয়ার করে নজর কাড়েন নেটিজেনদের। সম্প্রতি দেবচন্দ্রিমা নিজের ফেসবুক হ্যান্ডেলে শেয়ার করেছেন এই ছবি। যেখানে তার পরনে রয়েছে কালো রঙের নেটের পোশাক। সঙ্গে কালো হট প্যান্ট। আলো আঁধারী ছায়ায় বসে নিজের ভঙ্গিমায় ছবি তুলেছেন অভিনেত্রী। হালকা মেকআপ ও ন্যুড লিপস্টিকে দেবচন্দ্রিমার এই লুক মুহূর্তেই নজর কেড়েছে নেটিজেনদের।

ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে একটি কালো রঙের হার্টের ইমোজিও দিয়েছেন। মুহূর্তের মধ্যে দেবচন্দ্রিমার এই ছবিতে লাইক ও কমেন্টের বন্যায় ভেসে গিয়েছে। অনেকে তার এই ছবি পছন্দ করলেও অনেকেই আবার করেননি। কেউ লিখেছেন যে, ‛তোমাকে অনেক ভালো লাগে। কিন্তু এরকম জামাকাপড় পরা ছবি আশা করিনি’। আবার কেউ লিখেছেন যে, ‛এরকম আশা করিনি’। সম্প্রতি দেবচন্দ্রিমার (Debchandrima Singha Roy) শেয়ার করা এই হট লুকের ছবি ঝড়ের বেগে ভাইরাল (Viral) হয়েছে।