‘সস্তার দীপিকা পাড়ুকোন’, খোলামেলা পোশাকে ফটোশুট করে কটাক্ষের শিকার অভিনেত্রী দেবচন্দ্রিমা

‛সস্তার দীপিকা পাড়ুকোন’! ভিডিও শেয়ার করতেই দেবচন্দ্রিমাকে কটাক্ষ নেটিজেনদের। পরণে লাল রঙের বিকিনি! নয়া অবতারে পর্দার চিঠি ওরফে দেবচন্দ্রিমা(Debchandrima Singha Roy)। মুহূর্তে ভাইরাল ভিডিও (Video)। ‛সাঁঝের বাতি’ ধারাবাহিকে চারুর চরিত্রে অভিনয় করে মনজয় করেছিলেন সকলের। এরপর তাকে স্টার জলসারই পর্দায় ‛সাহেবের চিঠি’ নামের একটি ধারাবাহিকে চিঠি চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল।
View this post on Instagram
চারুর মতো চিঠির চরিত্রেও তার অভিনয় সকলেরই মনজয় করে নিয়েছিল। তবে, পর্দায় চারু ও চিঠি যেমন বাস্তবে দেবচন্দ্রিমা (Debchandrima Singha Roy) কিন্তু একেবারেই উল্টো। সোশ্যাল মিডিয়ায় (Social Media) এক্টিভ এই অভিনেত্রী নানান জায়গায় ঘুরতে যেতে খুব ভালোবাসেন। আর সেখান থেকেই ছবি পোস্ট করে নজর কাড়েন নেটিজেনদের। শুধু তাই নয় মাঝেমধ্যেই রিল ভিডিও (Video) শেয়ার করেন। অভিনয়ের পাশাপাশি দেবচন্দ্রিমার একটি ইউটিউব চ্যানেলও (Youtube Channel) রয়েছে।
যেখানে ভিডিও (Video) পোস্ট করে বেশ ভালোই উপার্জন করেন। টেলিভিশনে (Television) কাজ করে অল্প সময়ের মধ্যে তার বেশ ফ্যান ফলোয়ার্স সংখ্যা হয়েছে। এমনকি মাঝেমধ্যে তার হট ফটোশ্যুট-এর ছবি ভাইরাল (Viral) হয় নেটমাধ্যমে। সম্প্রতি এবং তাকে দেখা গেল লাল রঙের ভি নেক বিকিনি ড্রেসে। আর তারউপর রয়েছে গ্রিন কালারের ওড়না। কোমরে কালো রঙের চওড়া বেল্ট।
View this post on Instagram
মুখের মেকআপ একটু চড়াই করেছেন অভিনেত্রী। টেনে বাঁধা চুল ও গ্লসি লিপস্টিকে সে যেন তার অন্যই রূপ। রুদ্র সাহা (Rudra Saha) নামের এক জনপ্রিয় পোশাক শিল্পী দেবচন্দ্রিমার এই ভিডিওটি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে। আসলে তারই হয়ে ফটোশ্যুট সেরেছেন অভিনেত্রী। এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজছে ‛Oh My God Who Is She’ গানটি। ক্যাপশনেও এই গানের লাইনটি দিয়েছেন রুদ্র সাহা।
ভিডিও (Video) শেয়ার করতেই একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ কটাক্ষ করে লিখেছেন ‛সস্তার দীপিকা পাড়ুকোন’। আবার কেউ লিখেছেন ‛ওয়াও’। আবার কেউ হার্ট ও আগুনের ইমোজিতে ভরিয়েছেন কমেন্টবক্স। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) দেবচন্দ্রিমার (Debchandrima Singha Roy) এই ভিডিও (Video)।