Advertisement
Entertainment

ফের বিকিনি লুকে নেটদুনিয়ায় ঝড় তুললেন ‘সাহেবের চিঠি’র চিঠি ওরফে দেবচন্দ্রিমা, ছবি দেখে অবাক ভক্তরা

Advertisement
Advertisements

ফের বিকিনি লুকে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতার পারদ চড়ালেন টেলি অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Roy)। ‛সাঁঝের বাতি’ ধারাবাহিকে চারুর চরিত্রে অভিনয় করে মনজয় করেছিলেন সকলের। এরপর তাকে স্টার জলসারই পর্দায় ‛সাহেবের চিঠি’ নামের একটি ধারাবাহিকে চিঠি চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল।

Advertisements

চারুর মতো চিঠির চরিত্রেও তার অভিনয় সকলেরই মনজয় করে নিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় এক্টিভ এই অভিনেত্রী ঘুরতে যেতে খুব ভালোবাসেন। আর সেখান থেকেই ছবি পোস্ট করে নজর কাড়েন নেটিজেনদের। শুধু তাই নয় মাঝেমধ্যেই রিল ভিডিও (Video) শেয়ার করেন। অভিনয়ের পাশাপাশি দেবচন্দ্রিমার একটি ইউটিউব চ্যানেলও রয়েছে।

Advertisements

যেখানে ভিডিও পোস্ট করে বেশ ভালোই উপার্জন করেন। টেলিভিশনে কাজ করে অল্প সময়ের মধ্যে তার ফ্যান ফলোয়ার্স সংখ্যা বেশ হয়েছে। বর্তমানে ফের একবার ছুটির মেজাজে ধরা দিলেন অভিনেত্রী। আর সেখান থেকেই একেরপর এক ছবি পোস্ট করে ঝড় তুললেন পুরুষ হৃদয়ে। সম্প্রতি দেবচন্দ্রিমা নিজের ইন্সট্রাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন একটি ছবি। যেখানে তার পরনে রয়েছে সবুজ ও রানী রঙের প্রিন্টেড বিকিনি।

খোলা চুলে মাঝ সমুদ্রে ক্রুজের মধ্যেই ছবিটি তুলেছেন পর্দার চিঠি। ব্যাকগ্রাউন্ডে বাজছে হিন্দি গান। ছবির কমেন্টবক্সে একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। ফ্যাশান ডিজাইনার রুদ্র সাহা কমেন্ট করে লিখেছেন যে, ‛হ্যায়ে’ সঙ্গে কয়েকটি আগুনের ইমোজি দিয়েছেন।

আবার কেউ লিখেছেন ‛হটি’। আবার অনেকেই দেবচন্দ্রিমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সবমিলিয়ে দেবচন্দ্রিমার শেয়ার করা এই ছবি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।