Entertainment

Debchandrima Singha Roy : ‘চিঠি’র বলিউড কলিং, হিন্দি সিরিয়ালে ডেবিউ করছেন অভিনেত্রী ‘দেবচন্দ্রিমা’!

Advertisement

Debchandrima Singha Roy: মৌ-এর পর এবার পালা চারুর! হিন্দি টেলিভিশনের নতুন মুখ হতে চলেছেন দেবচন্দ্রিমা। নতুন সফর শুরু নায়িকার। বাংলা টেলিভিশন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Roy)। ‛সাঁঝের বাতি’ (Sajher Bati) ধারাবাহিকে চারুর চরিত্রে অভিনয় করে মনজয় করেছিলেন সকলের। এরপর তাকে স্টার জলসারই (Star Jalsha) পর্দায় ‛সাহেবের চিঠি’ (Saheber Chithi) নামের একটি ধারাবাহিকে ‘চিঠি’ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল।

Debchandrima Singha Roy

চারুর মতো চিঠির চরিত্রেও তার অভিনয় সকলেরই মনজয় করে নিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় এক্টিভ এই অভিনেত্রী ঘুরতে যেতে খুব ভালোবাসেন। আর সেখান থেকেই ছবি পোস্ট করে নজর কাড়েন নেটিজেনদের। শুধু তাই নয় মাঝেমধ্যেই রিল ভিডিও (Video) শেয়ার করে তাক লাগান।

অভিনয়ের পাশাপাশি দেবচন্দ্রিমার একটি ইউটিউব চ্যানেলও (Youtube Channel) রয়েছে। আর সেখানেও নিজের প্রতিদিনের জীবনযাত্রার ভিডিও (Video) শেয়ার করেন অভিনেত্রী।

Debchandrima Singha Roy Hindi Debut:

তবে, এবার তার জীবনে এলো নতুন সুখবর। এবছর জন্মদিনটা বিদেশের মাটিতে কাটিয়েছেন দেবচন্দ্রিমা(Debchandrima Singha Roy)। আর সেখান থেকে একেরপর এক উষ্ণ অবতারে ছবি শেয়ার করে নজর কেড়েছিলেন সকলের। আর তার রেশ কাটতে না কাটতেই নায়িকাকে নিয়ে এলো সুসংবাদ। জানা যাচ্ছে যে, কালার্স বাংলার আসন্ন ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখা যাবে দেবচন্দ্রিমাকে।

Debchandrima Singha Roy : ‘চিঠি'র বলিউড কলিং, হিন্দি সিরিয়ালে ডেবিউ করছেন অভিনেত্রী ‘দেবচন্দ্রিমা'!

সীমা এবং সুধীর শর্মার সানসাইন প্রোডাকশনের আপকামিং মেগার নাম এখনও ঠিক হয়নি। ধারাবাহিকে নায়িকার বিপরীতে দেখা মিলবে জনপ্রিয় তারকা রাজবীর সিং (Rajveer Singh)-এর। গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যার কথাই নাকি এই ধারাবাহিকের মাধ্যমে উঠে আসবে। এবার শুধু দেখার পালা কবে থেকে পর্দায় আসতে চলেছে এই সিরিয়াল। আর বাংলার এই অভিনেত্রী(Debchandrima Singha Roy) হিন্দিতে কতটা সফলতা পায়।