‘Dance বাংলা Dance-এর মঞ্চে ডান্সিং ক্যুইন দেবশ্রী রায়’, মিঠুনের সঙ্গে নাচলেন জমিয়ে, ভাইরাল ভিডিও

‛ডান্স বাংলা ডান্স’-র মঞ্চে এবার হাজির হলেন ড্যান্সিং কুইন দেবশ্রী রায় (Debashree Roy)। সঙ্গে খুদে দীপান্বিতার নাচে জমে উঠলো মঞ্চ। এই মুহূর্তে বাংলা টেলিভিশনের পর্দায় জনপ্রিয় রিয়েলিটি শো হল ‛ডান্স বাংলা ডান্স’। গত ১১ ফেব্রুয়ারি থেকে শনি ও রবিবার ঠিক রাত সাড়ে নটায় অনুষ্ঠিত হচ্ছে এই শো। আর এই রিয়েলিটি শোয়ের হাত ধরেই দশ বছর পর ফের বাংলার ছোট পর্দায় ফিরেছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)।
বর্তমানে তাকে ‛ডান্স বাংলা ডান্স’-র মঞ্চে আবারও মহাগুরু-র আসন অলংকৃত করতে দেখা যাচ্ছে। মিঠুন ছাড়াও বিচারকের আসনে দেখা যাচ্ছে তিন সুন্দরীকে। তারা হলেন মৌনী রায় (Mouni Roy), শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee), শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly)। আর সঞ্চালকের ভূমিকায় রয়েছেন টলি অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra)।
রিয়েলিটি শোয়ের মঞ্চ মানেই হাজার একটা অতিথিদের আগমন। তেমনই এবার ‛ডান্স বাংলা ডান্স’-র মঞ্চে হাজির হলেন ড্যান্সিং কুইন দেবশ্রী রায়। তাকে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। সিনেমার পর্দা থেকে শুরু করে রাজনীতির মঞ্চ বলুন সবজায়গাই তিনি সামলেছেন নিজের হাতে। এর আগে তাকে জি বাংলারই পর্দায় ‛সর্বজয়া’ ধারাবাহিকেও দেখা গিয়েছিল।
তবে, এবার তাকে দেখা গেল নাচের মঞ্চে। দীর্ঘদিন পর আবারও তাকে নাচের মঞ্চে পেয়ে খুশি সকলেই। এদিন মিঠুনের সঙ্গেও তাকে নাচতে দেখা গিয়েছে। এমনকি সকলেই অর্থাৎ বিচারক সহ সঞ্চালককে ‛পুষ্পা’ সিনেমার ‛সামি সামি’ গানের সঙ্গে হুক স্টেপে কোমর দোলাতে দেখা গিয়েছে। সবমিলিয়ে জমজমাট একটা পারফরম্যান্সয়ের সাক্ষী থাকতে চলেছেন নেটিজেনরা।