
নারী মানেই সুন্দর। কিন্তু আজকের এই সমাজ নারীদের সৌন্দর্য্যকে যেন এক দৈর্ঘ্য ও প্রস্থে ভাগ করে দিয়েছে। যারফলে কোনো মহিলা যদি মোটা হয় তাহলে তাকে কটাক্ষ শুনতে হয়। আবার কোনো মহিলা যদি রোগা হয় তাহলেও তাকে বিভিন্ন কথা শুনতে হয়। সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি সকলকেই পড়তে হয় বডি শেমিং-এর মুখে। আর সেই তালিকায় বাদ যায়নি জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির (Subhashree Ganguly) দিদি দেবশ্রী গাঙ্গুলি (Deboshree Ganguly)।
শুধু দেবশ্রী নয় এই তালিকায় রয়েছেন সঙ্ঘশ্রী সিনহা (Sanghashree Sinha), অরিজিতা মুখোপাধ্যায় (Arijita Mukherjee)। তারাও একইভাবে বডি শেমিং-এর শিকার হয়েছেন। কিন্তু হঠাৎ তাদের প্রসঙ্গ কেন এলো তাই ভাবছেন নিশ্চই? আসলে আর কিছুদিনের মধ্যেই পর্দায় আসতে চলেছে একটি ছবি। যার নাম ‛ফাটাফাটি’ (Fatafati)। উইন্ডোজ প্রোডাকশনের এই ছবি প্লাস সাইজ মডেলদের গল্প বলবে। বর্তমানে জমিয়ে চলছে ছবির প্রচার।
সম্প্রতি এই প্রযোজনা সংস্থার তরফ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেবশ্রী (Deboshree Ganguly), সঙ্ঘশ্রী (Sanghashree Sinha) ও অরিজিতা (Arijita Mukherjee) জানালেন তাদের জীবনের অভিজ্ঞতার কথা। তাদের শারীরিক গড়নের জন্য কত লোকের কাছে যে কথা শুনতে হয়েছে সেকথাই তারা তুলে ধরেন। দেবশ্রী বলেন যে, একটা সময় তার অফিসের একজন সিনিয়ার তাকে ‛সাদা হাতি’ বলে কটাক্ষ করেছেন। এমনকি এদিন অভিনেত্রী ওই ব্যক্তিকে উদ্যেশ্য করে বলেছেন যে, তিনি একই স্থানে দাঁড়িয়ে থাকলেও তিনি এখন অনেকটাই এগিয়ে গিয়েছেন।
অরিজিতার কথায় কেউ মোটা মানেই অনেক খাবার খায় না। আর খেলেও অন্যের খাবার সে খাচ্ছে না। ওদিকে স্থূলতার প্রচার করছেন না বলেই জানান সঙ্ঘশ্রী। অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে ঋতাভরী চক্রবর্তীকেও (Ritabhari Chakraborty) বেশ মোটা চেহারাতেই দেখা যাবে। যিনি জিরো সাইজ মডেলদের সঙ্গে র্যাম্পে (Ramp) হাঁটতে একেবারে তৈরি। এবার দেখার পালা এই ছবি কতটা মনজয় করতে পারে সকলের।