ঘরের ভিতর ‘Natu Natu’ গানে উদ্দাম নাচ অভিনেত্রী দর্শনা বণিকের, তুমুল ভাইরাল ভিডিও

‛নাটু নাটু’-র (Natu Natu) জ্বরে কাবু গোটা দেশবাসী। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রেটি সকলেই এই গানে রিল ভিডিওতে পা মেলাচ্ছেন। আর এবার সেই তালিকায় বাদ গেলেন না টলি অভিনেত্রী দর্শনা বণিক (Darshna Banik)। টলিউড জগতের পরিচিত মুখ তিনি। সেভাবে সিনেমার পর্দায় না দেখা গেলেও কোনো ইভেন্ট বলুন বা ইন্সট্রাগ্রাম ভিডিও এই দুই জায়গায় হামেশাই তার দেখা মেলে।
নিত্যনতুন ছবি ও ভিডিও দিয়ে নজর কাড়েন নেটিজেনদের। তবে, সম্প্রতি এবার তাকে দেখা গেল অস্কার জয়ী গান ‛নাটু নাটু’-র তালে পা মেলাতে। আমরা সকলেই জানি যে, ৯৫ তম অ্যাকাডেমী অ্যাওয়ার্ডস এর মঞ্চে ‛বেস্ট অরিজিনাল সং’ বিভাগে সেরার শিরোপা পেয়েছে ‛নাটু নাটু’ গানটি। যার কারণে ফের একবার গর্বিত হয়েছে ভারত। রাজামৌলি (SS Rajamouli) পরিচালিত এই ছবিতে অভিনয় করেছিলেন রামচরণ (Ram Charan) ও জুনিয়র এনটিআর (Jr. NTR)।
এর আগেও এই গানটি গোল্ডেন গ্লোব, ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ড পেয়েছিল। স্বাধীনতার পূর্ববর্তী প্রেক্ষাপটে তৈরি দুই রিয়েল হিরো অল্লুরি সীতারামা রাজু ও কোমারাম ভীমের জীবনের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল এই সিনেমা। দেশে বলুন বা বিদেশে সবজায়গায় প্রশংসা কুড়িয়েছে এই গানটি। আর এই গানটির অস্কার জয়ের আনন্দে উচ্ছাসিত সকলেই। আর এবার সেই গানেই পা মেলালেন এক বাঙালি অভিনেত্রী।
ঘরের মধ্যেই তাকে এই গানে নাচতে দেখা যাচ্ছে। তার পরণে রয়েছে সাদা স্কার্ট, ডিপ নেক টপ ও পায়ে সাদা রঙের হান্টার সু। ভিডিও শেয়ার করে দর্শনা ‛নাটু নাটু’-র টিমকে অভিনন্দন জানিয়েছেন। এমনকি আরও লিখেছেন যে, ‛গর্বিত ভারত’। সঙ্গে একটি নীল রঙের হার্টের ইমোজিও দিয়েছেন। সম্প্রতি এই গানে মাঠের মধ্যেই বিরাটকেও হুক স্টেপে কোমর দোলাতে দেখা গিয়েছে। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল দর্শনার এই নাচের ভিডিও।