×
EntertainmentViral Video

অসাধারণ নাচের পাশাপাশি রান্নাতেও সমান পারদর্শী ‘পান্তা ভাতের কুন্ডু’, তুমুল ভাইরাল ভিডিও

বাংলা টেলিভিশন এর একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নাচের শো হল “ডান্স বাংলা ডান্স জুনিয়ার”। বেশ কিছু বছর আগে “ডান্স বাংলা ডান্স জুনিয়র” এ একটি ছোট্ট মেয়েকে নাচ করতে দেখা গিয়েছিল। যিনি হলেন আমাদের সকলের প্রিয় মিঠুন চক্রবর্তীর আদরের কন্যা দীপান্বিতা কুন্ডু। যাকে আমরা “পান্তা ভাতের কুন্ডু” বলেও চিনি।

আপনারা সকলেই দীপান্বিতা কুন্ডু কে চেনেন। কিন্তু আপনারা কি কখনো তাকে রান্না করতে দেখেছেন? হ্যাঁ ঠিকই ধরেছেন। আমাদের সকলের প্রিয় দীপান্বিতা কুন্ডু কে এবার রান্না ঘরে রান্না করতে দেখা গেল। আমাদের সেই ছোট দীপান্বিতা এখন এতটাই বড় হয়ে গেছে যে সে এখন রান্না করতেও পারে। আপনারা সকলে হয়তো শুনেছেন “যে রাঁধে সে চুলও বাঁধে” কিন্তু এখন থেকে আমরা এটা বলতে পারি “যে নাচে সে রাঁধেও”।

এখন দীপান্বিতা কুন্ডুর নিজের ইউটিউব চ্যানেলও রয়েছে। সেখানেই তিনি তার রান্নার ভিডিওটি শেয়ার করেছিলেন। শেয়ার করার পর এই ভিডিওটি রীতিমতো ভাইরাল হতে শুরু হয়। তিনি তার ভিডিওতে একটি চিকেন রান্নার পদ্ধতি শেয়ার করেছেন। চিকেন রান্নার পদ্ধতি হয়তো আমরা সকলেই জানি। কিন্তু সেই চিকেন টি আমাদের সকলের প্রিয় সেই ছোট্ট দীপান্বিতার রান্না তাই আমাদের সকলের কাছেই সেটি স্পেশাল হয়ে গেছে। এই রান্নাটি করার জন্য তিনি ব্যবহার করেছিলেন দই, গোলমরিচ, কাজুবাটা এবং চিকেনের। তবে আপনার যদি পুরো ভিডিওটি সম্বন্ধে জানতে চান তাহলে খুব শীঘ্রই ভিডিওটা ইউটিউবে দেখে ফেলুন।

এই ভিডিওটি শুধুমাত্র ইউটিউবে আছে তা কিন্তু নয়। ভিডিওটি শেয়ার হওয়ার পরেই খুব তাড়াতাড়ি এটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে। দীপান্বিতার ফ্যানরা তার এই রান্না দেখার পর বেশ প্রশংসা করেছেন। যতই রান্না করুক না কেন জি বাংলার “ডান্স বাংলা ডান্সের” সেই ছোট্ট দীপান্বিতা আমাদের সকলের কাছেই সারা জীবনের জন্য মিঠুন চক্রবর্তীর প্রিয় “পান্তা ভাতে কুন্ডু” হিসেবেই থেকে যাবে।