×
Entertainment

হোটেলে অভিনেত্রীর সঙ্গে রাত কাটাচ্ছেন শাহরুখ খান! খবর ফাঁস হতেই গ্রেফতার অভিনেতা

বর্তমানে সবাই এখন নেটবন্দি। নেটকে ফাঁকি দেওয়া এত সহজ না। তবে নব্বই দশকে এমন নেটের রাজত্ব না থাকেলও। তখনও কিন্তু ছার পেত না তারকারা। মানুষের বরাবরই যে আগ্রহের সীমা নেই তাঁদের ব্যাপারে জানতে। আর যেটা সত্যি সেটা তো আজ নয় কাল সামনে আসবেই। বলিউডের নানান তথ্যও এইভাবে বহুবার বহুভাবে সামনে এসেছে। এই ঘটনাটাও এখনের না।

ADVERTISEMENT

১৯৯২ সালে ঘটেছিল এই ঘটনা। একটি রিপোর্টকে কেন্দ্র করেই শুরু হয় বিবাদ। শাহরুখ খান বরাবরের মতোই তখনও ছিলেন হট লিস্টে। ওনার ভক্ত সংখ্যা এতই যে তাঁর কাছে কাজের অফার আসতেই থাকে। সবাই চায় শাহরুখকে দিয়ে ছবি করিয়ে মার্কেটে রাজ করতে। সেইসময় তাঁর কাছে একটি ছবির অফার আসে, নাম মায়া মেম সাহেব। সেই ছবিকে ঘিরেই শুরু হয় যত জল্পনার।

এই ছবিতে নায়িকার সাথে একটি অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য শাহরুখকে শুট করার জন্য ডিরেক্টর নাকি তাঁকে নির্দেশ দেন নায়িকার সাথে আগে একরাত হোটেলে কাটাতে। এতে করে তাঁদের মধ্যে একটা বন্ডিং তৈরি হবে। ফলে শুটিংয়ের সময় তাঁদের কাজ আরও সহজ হয়ে যাবে। এমনই তথ্য প্রকাশিত হয় তখন সংবাদপত্রে। সেইসময় এক সাংবাদিককে অনুমান করেন শাহরুখ যে এই সংবাদ তিনিই লিখেছেন আর তাঁকে শাহরুখ দেখে নেবেন।

এমন হুমকি পেয়ে ভয়ে তড়িঘড়ি করে পুলিশকে ফোন করে সেই সাংবাদিক। ফলে শাহরুখ খানকে গ্রেফতার করে বা ন্দ্রা পুলিশ। যদিও কিং খানের কোনো অসম্মান করা হয়নি। তাঁর সাথে স্টারের মত ব্যবহারই করা হয়েছিল। তাঁর অটোগ্রাফ নিতেও মরিয়া হয়ে উঠেছিলেন সবাই। এরপর আরো চটে যায় কিং খান এবং সেই সাংবাদিককে ফোন করে কুকথা বলেন। তবে পরে তিনি জানতে পারেন এ কাজ অন্য কারো ছিল তাই ক্ষমাও চেয়ে নেন তিনি সেই সাংবাদিকের থেকে। আর সেই বিতর্কিত দৃশ্যও সরিয়ে ফেলা হয় সিনেমাটি থেকে। তবে ২০০৮ সালে তা আবার ভাইরাল হয়ে যায়।

ADVERTISEMENT

Related Articles