×
EntertainmentNewsTrending

প্রয়াত হাসির রাজা রাজু শ্রীবাস্তব, শোকের ছায়া বিনোদন জগতে

প্রয়াত হলেন বিখ্যাত কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব (Raju Srivastav)। মাত্র ৫৮ বছর বয়সে জীবন যুদ্ধে হেরে গেলেন এই কমেডিয়ান শিল্পী। ১০ আগস্ট থেকে ভর্তি ছিলেন হাসপাতালে। জিমে শরীরচর্চা করতে গিয়ে তাঁর হার্ট অ্যাটাক হয়। আর তারপর তাকে তড়িঘড়ি ভর্তি করা হয় হাসপাতালে। মাঝে মধ্যে চিকিৎসায় সাড়া দিলেও অবশেষে হলনা শেষরক্ষা। সকলকে কাঁদিয়ে ঘুমের দেশে পা রাখলেন শিল্পী।

এক সাক্ষাৎকারে শিল্পীর আত্মীয় জানিয়েছিলেন যে, রোজকারের মতোই জিমে গিয়েছিলেন রাজু। যথারীতি ট্রেড মিলে দৌড়াচ্ছিলেন। আর সেখানেই পড়ছ যান। এরপর হাসপাতালে যাওয়া মাত্রই চিকিৎসকরা জানান তার হার্ট অ্যাটাক হয়েছে। এরপর শত চিকিৎসার পরও পুরোপুরি জ্ঞান ফিরে আসেনি তার। কখনও কখনও চিকিৎসায় সাড়া দিয়েছেন। কিন্তু জীবন যুদ্ধে আর জয়ী হতে পারলেন না।

প্রয়াত হাসির রাজা রাজু শ্রীবাস্তব, শোকের ছায়া বিনোদন জগতে -

টেলিভিশনের (Television) জনপ্রিয় একটি কমেডি শোয়ের হাত ধরেই তার যাত্রা শুরু হয়েছিল। এরপর ছোটপর্দা ও বড়পর্দা দুই জায়গাতেই তিনি কাজ করেছেন। নিজস্ব ভঙ্গিমায় তিনি কৌতুক পরিবেশন করতেন। আর তা দিয়েই মনজয় করেছেন বহু মানুষের। এসবের বাইরেও তাকে বিগ বসে অংশ নিতে দেখা গেছে। এমনকি তিনি ছিলেন উত্তর প্রদেশের ফিল্ম ডেভলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান।

প্রয়াত হাসির রাজা রাজু শ্রীবাস্তব, শোকের ছায়া বিনোদন জগতে -

রাজু ছিলেন জাতীয় স্তরের একজন নামজাদা শিল্পী। তার মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমেছে বিনোদন জগৎ সহ ভক্তদের মাঝে।