Entertainment

স্বামীর সঙ্গে সুখ না পেয়ে ভাইপোর সঙ্গে চরম ঘনিষ্ঠ কাকিমা, দরজা লাগিয়ে একা দেখুন

স্বামীর কাছে সুখ না খেয়ে দুই যুবকের সঙ্গে শারীরিক খেলায় মাতলো মহিলা! ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না এই ওয়েবসিরিজ

Tawa Garam Web Series: এই সময়ে দাঁড়িয়ে নিলজ্জতা ও যৌনতার এপিঠ-ওপিঠ হল ওয়েবসিরিজ। এখানে বিভিন্ন ধরণের যৌন উত্তেজনা মূলক সিন দেখানো হয়। তেমনই টানটান উত্তেজনা নিয়ে কয়েকমাস আগে উল্লুতে রিলিজ করেছে নতুন ওয়েব সিরিজ তাওয়া গরম পার্ট ২। চরমসুখ ক্যাটাগরির অন্যতম জনপ্রিয় সিরিজ এটি। ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না এই সিরিজটি। অশালীনতার সীমা কিভাবে ছাড়াতে হয় তা বোধহয় এই কয়েকবছরে OTT প্ল্যাটফর্ম বুঝিয়ে দিয়েছে।

পাশাপাশি এই OTT প্ল্যাটফর্ম দর্শকদের কাছে খুলে দিয়েছে প্রোডাকশনের নতুন রাস্তা। আর তাইতো ওটিটি প্ল্যাটফর্ম গুলিতে প্রায় প্রতিটি ঘরানার ওয়েব সিরিজ ঘরে বসে মানুষজন উপভোগ করতে পারেন। যার কারণে মানুষজন হলমুখী না হয়ে অধিক পরিমাণে মোবাইল মুখী হচ্ছেন। কিন্তু তারই মধ্যে কিছু কিছু ওয়েব সিরিজ আছে যা আপনি পরিবারের সাথে দেখতে পারবেন না।

আরও পড়ুনঃ Yami Gautam-র কাছে আছে এই বিশেষ গাড়ি, যা দুর্ঘটনা ঘটার আগেই সতর্ক করে দেয়! দাম কত?

এমনকি এই ওয়েবসিরিজ আপনাকে দেখতে গেলে বাচ্চাদের দূরে রাখতে হবে। বর্তমানে হিন্দির (Hindi) পাশাপাশি আঞ্চলিক ভাষাতেও ওয়েব সিরিজ (Web Series) তৈরি হচ্ছে। যারমধ্যে কিছু বাংলা ও ভোজপুরী ওয়েব সিরিজ নজর কেড়েছে সকলের। তবে, হিন্দি ওয়েব সিরিজের চাহিদা সর্বত্র। বিশেষ করে এখন এডাল্ট ওয়েব সিরিজের জনপ্রিয়তা সবজায়গায় বেশি।

আর সেই কারণেই ‛উল্লু’, ‛এমএক্স প্লেয়ার অনলাইন’, ‛অলট বালাজি’, ‛কোকু’-র মতো ওটিটি প্লাটফর্ম রয়েছে। তবে, সম্প্রতি ‛উল্লু’ ওয়েবসাইটের এই নতুন সিরিজ যেন বেশি করে যৌনতা, লালসার গল্প বলেছে। চরমসুখ এর প্রথম পার্টটিও ব্যাপকভাবে মনে ধরেছিল সকলের। আর এই চরমসুখ-Tawa Garam-এর দ্বিতীয় পার্টটিও যে ব্যাপকভাবে দর্শকমনে সাড়া ফেলেছে তা বলাই যায়। গল্পটি বন্ধুত্ব ও প্রেমের রসালো কাহিনীতে ভরা।

উল্লুর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে ফের একবার ভাইরাল হওয়া ওই প্রমোতে দেখা যাচ্ছে যে, এক কাকিমা ও তার কমবয়সী দুই রোমিওকে। আসলে কাকিমার স্বামী তাকে শারীরিক সুখ দিতে অক্ষম। আর তাই কাকিমা শারীরিক চাহিদা মেটাতে ওই দুই যুবকের সঙ্গে অনেক কিছুই করেন। যা দেখে আপনার রাতের ঘুম উড়ে যাবে। উত্তেজক সিনে ভরপুর এই ওয়েবসিরিজের মজা নিতে আপনাকে উল্লুর অরিজিনালে চোখ রাখতে হবে।

এই ওয়েবসিরিজে আন্টির চরিত্রে অভিনয় করেছেন পিহু। সোনু ও রাজের চরিত্রে অভিনয় করেছেন মোহিত শর্মা ও সৌরভ শেওয়াল। আর ফুফাজির চরিত্রে অভিনয় করেছেন শিখর গুলানি।