×
EntertainmentVideoViral Video

লালনকে খুন করিয়েছে চড়ুইয়ের মা, প্রমান পেয়ে গেল ফুলঝুরি! ‘ধুলোকণা’ ধারাবাহিকে আসছে ধামাকাদার ট্যুইষ্ট

লালনের (Lalon) খুনির মুখোমুখি ফুলঝুরি (Fuljhuri)। ‛ধূলোকনা’ (Dhulokona) গল্পে নতুন মোড়। অনেক বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে সুখের মুখ দেখেছিল লালন-ফুলঝুরি। ধুমধাম করে তাদের বিয়েও হয়েছিল। আর তারপরই একসঙ্গে তারা ঘুরতে গিয়েছিল। আর সেখানেই ঘটে যায় বিপত্তি। চড়ুয়ের মা ষড়যন্ত্র করে খুন করায় লালনকে। আর এই কাজে চান্দ্রেয়ীকে সাহায্য করে তারই বান্ধবী শ্রীরূপা। যদিও তার পিছনে রয়েছে অন্য কারণ।

লালনকে খুন করিয়েছে চড়ুইয়ের মা, প্রমান পেয়ে গেল ফুলঝুরি! ‘ধুলোকণা’ ধারাবাহিকে আসছে ধামাকাদার ট্যুইষ্ট -

কথায় বলে তোমার ক্ষতি যে করবে তার ক্ষতি করবে ভগবান। আর এক্ষেত্রেও তেমনটাই ঘটলো। শ্রীরুপা চান্দ্রেয়ীকে সাহায্য করেছে একটাই কারণে আর সেটা হল চড়ুইকে দিয়ে দেহ ব্যবসা করাবে। যদিও শ্রীরুপার ছেলে বিপদ থেকে বাঁচার চড়ুইকে। আর সেই চরিত্রে অভিনয় করছেন অভিনেতা রাজা গোস্বামী (Raja Goswami)। কদিন আগে যাকে কিনা আপনারা ‛খড়কুটো’ ধারাবাহিকে রূপাঞ্জন অর্থাৎ চিনির বরের চরিত্রে দেখতেন।

লালনকে খুন করিয়েছে চড়ুইয়ের মা, প্রমান পেয়ে গেল ফুলঝুরি! ‘ধুলোকণা’ ধারাবাহিকে আসছে ধামাকাদার ট্যুইষ্ট -

একদিকে তো লীনা গাঙ্গুলীর লেখা ‛খড়কুটো’ ধারাবাহিক শেষ হয়ে গিয়েছে। কিন্তু তার লেখা অন্য এই ধারাবাহিক অর্থাৎ ‛ধূলোকনা’ রীতিমতো জমে উঠেছে। সকলের কাছে লালন মৃত হলেও আসলে সে হাসপাতালের বেডে শুয়ে আছে। সে এখন কোমায়। ওদিকে লালনকে হারিয়ে ফুলঝুরিও একা হয়ে পড়েছে। সে এখন লালনের মৃত্যুর পিছনে কারা দায়ী তাদের খুঁজে বেড়াচ্ছে।

আর এসবের মাঝেই প্রকাশ্যে এল ধারাবাহিকে একটি ভিডিও ক্লিপ। যেখানে কিনা চান্দ্রেয়ী লালনের মৃত্যুর ব্যাপারে শ্রীরূপার সঙ্গে ফোনে কথা বলে। আর সেকথা শুনে ফেলে ফুলঝুরি। এমনকি সব কথা রেকডিংও করে নেয়। এরপরই বাড়ির সকলের কাছে এসে কান্নায় ভেঙে পড়ে। জানায় মেজ মামী খুন করেছে লালনকে। যদিও এসব কথা অস্বীকার করে চান্দ্রেয়ী। এবার দেখার পালা আগামী দিনে কি হতে চলেছে ‛ধূলোকনা’ তে। আদেও কি সত্যিটা সকলের সামনে আসবে? মিলন হবে লালন-ফুলঝুরি র সেটাই এখন দেখার।