×
EntertainmentViral Video

হার্ট অ্যাটাক হবার পরেও থেমে থাকেনি, হাসপাতালে গানের তালে নেচে উঠলেন রেমো ডিসুজা

একজন ভারতীয় নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার, অভিনেতা এবং চলচ্চিত্র পরিচালক হিসেবে রেমো ডিসুজাকে কেই না চেনে। তাঁর নাচের জাদুতে মাতোয়ারা হয়নি এমন কেউ নেই। রেমো ডিসুজা বলিউডের কোরিওগ্রাফার হিসেবে অত্যন্ত জনপ্রিয় মুখ। তিনি কেরিয়ারের শুরু করেছিলেন ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে। এরপর কোরিওগ্রাফার হিসেবেই নিজের জায়গা করে নেন।

গত ১১ ডিসেম্বর শুক্রবার হটাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। ৪৬ বছর বয়সী এই কোরিওগ্রাফার হৃদরোগে আক্রান্ত হয় বলে হাসপাতাল সূত্রে জানানো হয়। তবে, তাঁর অবস্থার অবনতি হওয়ায় আইসিউতে ভর্তি করা হয়েছিল রেমো ডিসুজাকে। সূত্রের খবর তাঁর হার্ট এট্যাক হয়েছিল। এমনকি হার্টে একটি ব্লকেজও ধরা পড়ে তার।

ADVERTISEMENT

কিন্তু, এই মুহূর্তে তিনি স্থিতিশীল আছেন বলেই জানিয়েছেন চিকিৎসকরা। তাঁরা এও জানিয়েছেন যে, এখন বেশ সুস্থ আছে রেমো ডিসুজা। তবে, বাড়ি ফিরতে বেশ কিছুদিনের অপেক্ষা। তবে, নাচ যার রক্তে তাঁকে কি আর হুইলচেয়ার কাবু করতে পারে।

সম্প্রতি রেমো ডিসুজার স্ত্রী একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। আর সেখানে রেমো ডিসুজাকে নাচতে দেখা যাচ্ছে। হুইল চেয়ারে বসে পা নাচাতে দেখা যাচ্ছে তাঁকে। এই ভিডিওটি পোস্ট করে রেমোর স্ত্রী লিজেজ ক্যাপশনে লিখেছেন যে “পায়ের দ্বারা নাচা এক জিনিস, আর হৃদয় দিয়ে নাচা আলাদা জিনিস”।

এছাড়া হাসপাতালের জানলার সামনে দাঁড়িয়ে তোলা রেমোর একটি ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাঁর মনের জোর ও আত্মবিশ্বাস দেখে শুভেচ্ছা জানিয়েছেন সকলে। তবে, সম্প্রতি রেমোর নাচের এই ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ADVERTISEMENT

Related Articles