মুনমুন সেনকে সপাটে লাথি মেরেছিলেন চিরঞ্জিত, ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করলেন অভিনেতা

‛অমরকণ্টক’ র সেটে শ্যুটিংর মধ্যেই চিরঞ্জিতের (Chiranjit Chakraborty) পায়ে কামড়ে দিয়েছিলেন অভিনেত্রী মুনমুন সেন (Moon Moon Sen)! ব্যাথা সইতে না পেরে লাথি ছুড়েছিলেন অভিনেতা। এক সাক্ষাৎকারে অকপট অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। নব্বইয়ের দশকের জনপ্রিয় একজন অভিনেতা হলেন চিরঞ্জিত। বহু নায়িকার সঙ্গেই একের পর এক ছবিতে কাজ করেছেন।
এবার এক সাক্ষাৎকারে তার চার সহকর্মী নায়িকার সম্পর্কে অকপট স্বীকারোক্তি দিলেন অভিনেতা। প্রথমেই আসেন ঋতুর কথায়। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর (Rituparna Sengupta) প্রসঙ্গে তিনি জানান যে, সবচেয়ে বেশি কাজ করেছেন ঋতুপর্ণার সঙ্গে। এরপর অভিনেতার কাছে প্রশ্ন আসে কাকে হ্যান্ডেল করা কঠিন? তাতে চিরঞ্জিত জানান যে, কাউকেই নয়।
এরপরই অভিনেতা জানান যে, যখন সেলফোন এল তখন ঋতুপর্ণা একটু অন্তর অন্তরই সেলফোনে কথা বলতো। তারই একটি ছবিতে ঋতুপর্ণাকে যখনই অভিনেতা শট বোঝাতে যাবেন তখনই ঋতুর ফোন আসতো। একটা সময় বিরক্ত হয়ে সেট ছেড়ে মেকআপ রুমে বসে ছিলেন বলে জানান চিরঞ্জিত। এরপর ঋতুই নাকি গিয়ে হাত ধরে এমনকি মাটিতে বসে কনভেন্স করিয়ে আবারও সেটে নিয়ে আসেন অভিনেতাকে।
এরপরই আসেন মুনমুনের কথায়। মুনমুন খুব মজার বলে জানান অভিনেতা। এমনকি অভিনেত্রীর সঙ্গে তার ‛লাভ হেট’ সম্পর্ক। তারপরই চিরঞ্জিত জানান যে, ‛অমরকণ্টক’ র সেটে শ্যুটিং র দৃশ্য ছিল তার পায়ে সাপ কামড়েছে। মুনমুন মুখ দিয়ে বিষ বের করছে। আর সেই দৃশ্যের সময় মুনমুন নাকি সত্যি সত্যি অনেকবার অভিনেতার পা কামড়ে দেন। যারফলে নাকি রক্তও বেরিয়ে যায়। তারপরই নাকি চিরঞ্জিত লাথি মারে। এমনকি মুনমুন পড়েও যায়।
এরপরই দেবশ্রী (Debashree Roy) প্রসঙ্গে বলেন তিনি নাকি খুব অ্যাটেনটিভ। এমনকি ডিসিপ্লিনও বটে। আর শতাব্দী(Satabdi Roy) খুবই মজার বলে জানিয়েছেন চিরঞ্জিত।
কিন্তু একটা সময় অপর্ণা সেনের (Aparna Sen) সঙ্গে কাজ করতে গিয়ে সমস্যার সৃষ্টি হয়েছিল। এরপর তাদের আর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি। অবশেষে ২০ বছর পর ‛চতুস্কোন’ সিনেমায় তাদের একসঙ্গে নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। এমনকি একে অপরকে অতীতের ঘটে যাওয়া ঘটনার জন্য সরিও বলেন।