দুর্দান্ত গান গেয়ে নেটিজেনদের মুগ্ধ করলো মিঠাই-সিদ্ধার্থের ছেলে শাক্য! তুমুল ভাইরাল ভিডিও

অসাধারণ বিহু গান গেয়ে নেটিজেনদের মুগ্ধ করলো সিড-মিঠাইয়ের ছেলে শাক্য। যদিও তার আসল নাম ধৃতিষ্মান চক্রবর্তী (Dhritishman Chakraborty)। তবে, বর্তমানে সবাই মিঠাই ও সিডের ছেলে হিসেবেই তাকে বেশি চেনেন। বাংলা টেলিভিশনের পর্দায় জনপ্রিয় ধারাবাহিক হল ‛মিঠাই’। বর্তমানে টিআরপি তালিকায় মিঠাইয়ের (Mithai) স্থান তলানিতে গিয়েই ঠেকেছে। কিন্তু তাই বলে মিঠাই ধারাবাহিকের জনপ্রিয়তা কিন্তু এতটুকুও কমেনি।
মিঠাইয়ের সন্তান আসার খবরে বেশ উৎসুক ছিল অনুরাগীরা। সেসব হলেও সুখ কিন্তু স্থায়ী হলো না বেশিদিন। অবশেষে আগুনে পুড়ে মৃত্যু হল মিঠাই রানীর। এখন গল্পের ট্র্যাক এগিয়ে চলেছে মিঠাই ও সিডের ছেলে শাক্যকে নিয়ে। আর এই শাক্যর চরিত্রেই অভিনয় করছেন খুদে শিল্পী ধৃতিষ্মান চক্রবর্তী। যদিও এটা তার প্রথম ধারাবাহিক নয়। এর আগে ‛বৌমা একঘর’ নামের একটি ধারাবাহিকে তাকে দেখা গিয়েছিল।
তবে, সেখানে তার অভিনয় খুব বেশিদিনের জন্য ছিলনা। তার বয়স পাঁচ বছর। বয়স পাঁচ হলেও এই খুদে অভিনয় ছাড়াও কিন্তু আরও বেশ কিছু গুণের অধিকারী। এই বয়সে ইতিমধ্যেই সে ৫ টি ভাষায় গান করে ফেলেছেন। যারমধ্যে রয়েছে অসমিয়া, বাংলা, হিন্দি, ইংরেজি, সংস্কৃত ভাষা। এছাড়াও ধৃতিষ্মান ২০২১ সালে ‛ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’ (India Book Of Records) এ জায়গা করে নিয়েছেন।
সম্প্রতি তাকে খালি গলায় অসাধারণ ‛বিহু’ গানটি গাইতে শোনা যাচ্ছে। আর গানের ভাষা গুলো যথেষ্ট কঠিনও বটে। কিন্তু সে অবলীলায় গেয়ে চলেছে। পাঞ্জাবি পরে মাথায় ওড়না বেঁধে বেশ অসাধারণ ভঙ্গি করে গেয়ে চলেছেন। স্বভাবতই তার গানের গলায় মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। শুধু তাই নয় এর আগে এই খুদের প্রতিভায় মুগ্ধ হয়ে নরেন্দ্র মোদি তাকে নিয়ে টুইটারে টুইটও করেছিলেন।
এমনকি আপনি জানলে অবাক হবেন যে, এই বয়সে ছেলেটি ‛রাষ্ট্রীয় বাল পুরস্কার’ পেয়েছেন। এরমধ্যে তাকে ‛ইয়ংগেস্ট মাল্টিলিঙ্গুয়াল সিঙ্গার’ হিসেবে ঘোষণা করা হয়েছে। সম্প্রতি ‛Tolly Time’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে গানের ভিডিওটি ভাইরাল (Viral) হয়েছে নেট মাধ্যমে।