Entertainment

Kooku-র সবথেকে সাহসী ওয়েব সিরিজ এটি, ভুলেও পরিবারের সামনে ক্লিক করবেন না

Advertisement
Advertisements

Kooku Web Series: বর্তমান সময়ে একটু অবসর সময় পাওয়া মানেই পেন্ডিং ওয়েব সিরিজ গুলো দেখা। আর এই সময়ে অ্যাডাল্ট ওয়েব সিরিজ দেখতেই সবথেকে বেশি পছন্দ করেন দর্শকরা। প্রতিদিন নতুন নতুন কনটেন্ট বিভিন্ন অ্যাপের মধ্যে দিয়ে রিলিজ করে। দর্শকরা প্রতিদিন এক সে এক ঘাম ঝরানো গল্পের অ্যাডাল্ট ওয়েব সিরিজ দেখতে পছন্দ করেন। তেমনই একটি ওয়েব সিরিজ হলো কোকু (Kooku) অ্যাপের ‘ছুপি নজর পার্ট ৪’ (Chhupi Nazar Part 4)। আজ আপনাদের এই ওয়েব সিরিজ সম্পর্কেই জানাবো।

তবে এই মুহূর্তে দাঁড়িয়ে সব অ্যাপের নির্দিষ্ট টাকার বিনিময়ে সাবস্ক্রিপশন নিয়ে তবে দেখতে হয়। কোকুর ক্ষেত্রেও ঠিক তেমনই। নির্দিষ্ট টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিলে তবেই ছুপি নজর দেখতে পাবেন আপনারা। এই সিরিজে অভিনয় করেছেন রুকস খন্ডগালে (Ruks khandagale) ও শ্রেয়সী চ্যাটার্জি (Sreoshi Chatterjee)। দুজনেই অ্যাডাল্ট ওয়েব সিরিজের পরিচিত মুখ। এর আগেও অনেক সিরিজে দুজনে কাজ করেছিলেন।

সিরিজের আরও তিনটি পার্ট আছে। তবে চতুর্থ পর্বটি সবথেকে ঘাম ঝরানো। গল্পে এক যুবতির জীবনকে তুলে ধরা হয়েছে। যে আদতে কল গার্ল। একদিন সে ‘ছুপি নজর’ নামের একটি ওয়েবসাইট থেকে কাজের সুযোগ পান। তবে সে সরাসরি না বলে দেয়। কয়েক দিন পরে সে তার ব্যক্তিগত সময়ের বিভিন্ন ভিডিও দেখতে পায়। তখন সে বুঝতে পারে তাঁকে তার বস বিশ্বাসঘাতকতা করেছে। তারপরে সে তার নিজের ওয়েবসাইট খোলে যেখানে নতুন ভিডিও আপলোড করে বদলা নেবে।

এর পরে কি ঘটবে তার জন্য দেখতে হবে নতুন ওয়েব সিরিজ ছুপি নজর পার্ট ৪। সিরিজে কার্যত কিছু সিনের মধ্যে নির্লজ্জতার সবসীমা অতিক্রম করে ফেলেছেন নায়িকা। ২০২২ সালের ১৯সে জুলাই এই পর্বটি রিলিজ হয়েছিল। তাই আর দেরি করবেন না তাড়াতাড়ি দেখে নিন। হিন্দি ভাষায় আছে যা আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। পরেরবার আবারো এই ধরণের হট ওয়েব সিরিজের খোঁজ নিয়ে হাজির হবো আপনাদের জন্য।