বোনের প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ যুবতী, ভুলেও পরিবারের সামনে ক্লিক করবেন না (VIDEO)

Charmsukh Chawl House web series on ULLU: চরমসুখ পর্বের সিরিজ গুলি কার্যত সবথেকে বেশি ইরোটিক হয়। সিরিজ গুলি যেমন সুন্দর ঠিক তেমনই হয় ঘাম ঝরানো। আর দর্শকদের সবথেকে পছন্দের হয় নায়িকা। লাস্যময়ী ও হট এক্সপ্রেশনের নায়িকা সবার থেকে আলাদা হয়। ওয়েব সিরিজ গুলি কার্যত সব দিক থেকে উষ্ণতায় মাখা থাকে। উল্লুর এখনো পর্যন্ত রিলিজ হওয়া দর্শকদের সব থেকে পছন্দের সিরিজ এই চরমসুখ পর্ব। আবারো একবার সেই বিশেষ পর্ব নিয়ে হাজির হয়েছি আপনাদের জানাতে।
Web Series Name: ‘চরমসুখ: চাওল হাউস ৩’ (Charamsukh:Chawl House 3′)
Cast: স্নেহা পল (Sneha Paul), অঙ্কিতা দেব (Ankita Dave) এই সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন।
App: এই সিরিজ শুধুমাত্র দেখতে পাবেন উল্লু অ্যাপের মধ্যে।
Release Date: সিরিজটি ২০২২ সালের ১২ই অগাস্ট রিলিজ হয়েছিল।
Episode: তৃতীয় পর্বে কার্যত দুটি এপিসোড দেখা গেছে।
Web Series Story:
সিরিজের গল্প সম্পর্কে নিশ্চই আপনারা জানতে চাইছেন? সিরিজে এবার এক নয় ডাবল নায়িকার দেখা গেছে। গল্পে টিনা ও মিনা নামের দুই বোনকে দেখানো হয়েছে। মিনা (Ankita) কাজ করে সংসার চালায় কিন্তু টিনা (Sneha) কোনো কাজ করে না। অফিসে পীযুষ নামের একটি ছেলে মিনাকে প্রেম প্রস্তাব দেয় ও খুব বিরক্ত করে। তবে মিনা তাকে পাত্তা দেয় না। সেই সময় তাঁদের চাওল হাউসে রাহুল নামের একটি ছেলে আসে থাকার জন্য। মিনা ও টিনা দুজনেই তাকে পছন্দ করে। এরপর কি হবে তা জানতে অবশ্যই দেখতে হবে সিরিজটি।
How To Watch Web Series: উল্লুর সাবস্ক্রিপশন নিলে তাহলেই দেখতে পাবেন এই সিরিজ। তাই এই অ্যাপটি ডাউনলোড করে সাবস্ক্রিপশন নিয়ে নিন।
Languages: মোট ৭ টি ভাষায় উল্লু অ্যাপের মাধ্যমে এই সিরিজ আপনারা দেখতে পাবেন।