ক্যানসারের সঙ্গে লড়ে চালিয়েছেন অভিনয়, এবার রাশিয়ার চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার পেলেন চন্দন সেন

রাশিয়ার চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার পেলেন অভিনেতা চন্দন সেন (Chandan Sen)। আশাকরি তাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। নাটকের মঞ্চ হোক বা টেলিভিশন অথবা বড় পর্দা সবেতেই তিনি দেখিয়েছেন নিজের অভিনয় দক্ষতা। তিনি যে কতটা দক্ষ একজন অভিনেতা তা আলাদা করে কাউকে বলে দেওয়ার নেই। সম্প্রতি এবার আন্তর্জাতিক মঞ্চে তাকে সম্মানিত হতে দেখা গেল।
রাশিয়ার প্যাসিফিক মেরিডিয়ান চলচ্চিত্র উৎসবে ‛দ্য ক্লাউড অ্যান্ড দ্য ম্যান’ (মানিকবাবুর মেঘ) ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য তাকে সেরা অভিনেতার পুরস্কার দেওয়া হয়েছে। অভিনন্দন বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত এই ছবিটি ২০২১ সালে মুক্তি পায়। মূলত এক ব্যক্তির সঙ্গে মেঘের সম্পর্ককে কেন্দ্র করেই এই ছবির গল্প গড়ে উঠেছিল। আর যা বেশ পছন্দও করেছিল দর্শকেরা।
চন্দন সেন ছাড়াও এই ছবিতে ব্রাত্য বসু, দেবেশ রায়চৌধুরীর মতো অভিনেতাদের দেখা গিয়েছে অভিনয় করতে। খুব কম বয়স থেকেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত চন্দন সেন। একাধিক সিনেমা ও ধারাবাহিকে দেখিয়েছেন নিজের অভিনিয় দক্ষতা। ‛ব্যোমকেশ ফিরে এল’, ‛ম্যাডলি বাঙালি’ ছাড়াও আরও অনেকছবিতে তাকে দেখা গিয়েছে। এমনকি ‛আঁচল’, ‛ইস্টি কুটুম’, ‛ইচ্ছে নদী’ ধারাবাহিকেও তার অভিনয় নজর কেড়েছে মানুষের।
সম্প্রতি শেষ হওয়া স্টার জলসার পর্দায় ‛খড়কুটো’ ধারাবাহিকেও তাকে দেখা গিয়েছিল। তবে, জানেন কি ২০১০ সালে তিনি ফলিকুলার লিম্ফোমায় আক্রান্ত হয়েছিলেন। মারণ এই রোগকে সঙ্গে করেই তিনি কাজ করেছেন। রোগ তাকে আটকাতে পারেনি। তার জেদ ও কাজের প্রতি নিষ্ঠার কাছে হারতে হয়েছে এই মারন রোগকেও।
Humppy-র পক্ষ থেকে তার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আপনি সুস্থ থাকুন চন্দন সেন। আর এভাবেই আমাদের আনন্দ দিতে থাকুন আপনার অভিনয়ের মধ্যে দিয়ে। আপনার জন্য রইল অনেক অনেক শুভ কামনা।