×
Entertainment

গেরুয়া পোশাক পরা দীপিকার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে শাহরুখ খান, ‘পাঠান’ বয়কট নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া

৫ বছর পর ফের ‛পাঠান’ (Pathan) দিয়ে পর্দায় কামব্যাক করতে চলেছেন বলিউড বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan)। কিন্তু হঠাৎই সিনেমা বয়কটের ডাক! সম্প্রতি সোমবার মুক্তি পেয়েছে সিনেমার প্রথম গান ‛বেশরম’। বর্তমানে তাতেই মজে আছে গোটা সাইবারবাসী। গানটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে ইন্টারনেট জুড়ে হইচই পড়ে গিয়েছে। রীতিমতো যেন নেটমাধ্যমে বেশরমের ঝড় উঠেছে।

সেদিক থেকে বলা যায় যে, এতদিন পর আবারও পর্দায় শাহরুখের ফেরা এক বড়সড় ধামাকা দিয়েই শুরু হবে। হয়তো এমনই একটা ধামাকা দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন বাদশা। তার এই প্রত্যাবর্তন একেবারেই বৃথা যাবে না বলা যায়। এরমধ্যেই ৩ কোটির বেশি ভিউস ছাড়িয়ে গেছে। তবে, এটা তো ভালো দিক। কিন্তু হঠাৎ করেই এই সিনেমা বয়কটের ডাক উঠেছে।

‛পাঠান’ সিনেমার উপর উঠেছে হিন্দু ধর্মের অবমাননার অভিযোগ। আর তা নিয়ে টুইটারে চলছে তুলকালাম কান্ড। কিন্তু হঠাৎ কি হল তাই ভাবছেন নিশ্চই? ‛বেশরম’ গানের একটি দৃশ্যে দীপিকাকে গেরুয়া রঙের ওয়ান পিসে দেখা গিয়েছে। আর শাহরুখের পরণে রয়েছে সবুজ রঙের জামা। এই দৃশ্যে দীপিকার (Deepika Padukone) সঙ্গে শাহরুখকে রোম্যান্স করতে দেখা যাচ্ছে। আর সেই নিয়েই একাংশ দাবি করেছেন যে, শাহরুখের হাত ‛অশ্লীল’ ভাবে দীপিকাকে ছুঁয়েছে।

এমনকি তাদের আরও বক্তব্য যে, হিন্দু ধর্মের পবিত্র রং গেরুয়া পরিয়ে দীপিকাকে মুসলিম এক নায়কের সঙ্গে রোম্যান্স করানোর ফল ভুগতে হবে ‛পাঠান’-কে। কেউ কেউ তো আবার এই রোম্যান্সকে ‛সফট পর্ন’ বলেও দাবি করেছেন। কিন্তু, কারা এমনটা করছেন সেই প্রশ্নে উঠে আসছে কিছু বিজেপি মনস্ক একাউন্টের নাম। তবে, এত সবের মাঝেও কিন্তু দীপিকার হট মুভস রীতিমতো ঘুম কেড়েছে পুরুষদের।

আর ওদিকে ৫৫-র চেহারার শাহরুখকে দেখে আবারও নতুন করে প্রেমে পড়ছেন তার মহিলা ভক্তরা। শাহরুখ-দীপিকা ছাড়াও এই ছবিতে দেখা যাবে জন আব্রাহামকে। আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ২৫ জানুযায়ী মুক্তি পাবে এই ছবি।