কৌশানিকে ছেড়ে বয়সে বড় শ্রাবন্তীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন বনি! সবাই কি মানবে তাদের ‘আজব প্রেমের গল্প’

একটা নয়, দুইটা নয় তিন নম্বর স্বামীকেও টিকিয়ে রাখতে পারেননি টলিপাড়ার দুষ্টু মিষ্টি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chottopadhyay)। তবে এখন নাকি তিনি আবার চতুর্থ প্রেমে পড়েছেন। আবার তার মধ্যেই টলিপাড়ায গুঞ্জন শ্রাবন্তী, নাকি ২০১৯ থেকেই অভিনেতা বনি সেনগুপ্তর (bony sengupta) প্রেম হাবুডুবু খাচ্ছেন। কি লাগল না ঝটকা! ভাবছেন তো শ্রাবন্তীর বর্তমান বয়ফ্রেন্ড অভিরূপকে (Abhirup)ছেড়ে, তৃতীয় স্বামী রোশন সিংকে (Roshan Singh) ছেড়ে আবার বনি সেনগুপ্ত (bony sengupta)! কি অবাক হয়ে গেলেন না নায়িকা এতজনকে একসঙ্গে সামলাচ্ছেন কি করে! কি জট পাকিয়ে যাচ্ছে তাইনা! চলুন জটটা খোলা যাক!!
আসলে অভিনেতা বনি সেনগুপ্ত শ্রাবন্তীর বাস্তবের নয় পর্দার বয়ফ্রেন্ড। আগামী ২৫ শে জুলাই অর্থাৎ রবিবার দুপুর ২:৩০ টেলিকাস্ট হবে ‘আজব প্রেমের গল্প’। যেখানে অভিনয় করছেন, শ্রাবন্তী-বনি (Srabanti-Bony) জি বাংলা ছাড়াও জি ফাইভ অ্যাপে দেখা যাবে শ্রাবন্তী-বনির দুষ্টু মিষ্টি লাভ স্টোরি। তবে এই গল্পে বাস্তবের ছোঁয়া থাকলেও এই গল্প কিন্তু একেবারেই বড় পর্দার মাপে গঠিত। তবে করোনার দয়ায আপাততঃ এই ছবি জী বাংলা সিনেমায় মুক্তি পাচ্ছে। ২০১৯ সালে শ্রাবন্তী-বনির প্রেমের সূচনা হলেও সেই প্রেম পরিণীতি পায়নি অর্থাৎ প্রেক্ষাগৃহে রিলিজ করেনি।
কারণ এই ছবির পরিচালক রাজা চন্দ, ২০২০ তেই সাড়ম্বরে চেয়েছিলেন ‘আজব প্রেমের গল্প’ মুক্তি পাক প্রেক্ষাগৃহে। কিন্তু, করোনা আর লক ডাউনে থেমে যায় পুরো গল্প। তবে এবার আর অপেক্ষা নয়, অসমবয়সী প্রেমের উথাল পাতাল গল্পের এবার সময় হয়েছে মুক্তির। কথা ছিল জি বাংলা সিনেমা অরিজিনালস’ এবং ‘শ্যাডো ফিল্মস’-এর সহযোগিতায় ‘জি বাংলা সিনেমা’-র এই রোম্যান্টিক কমেডি ছবি ‘আজব প্রেমের গল্প’ মুক্তি পাবে ২০২০ র গ্রীষ্মে প্রেক্ষাগৃহে। কিন্তু এবার ছোটপর্দায় দেখা যাবে বনি-শ্রাবন্তীর প্রেমের গল্প।