Entertainment

টলিউডে ফের বিচ্ছেদ! বনি-কৌশানীর ৭ বছরের সম্পর্কে ভাঙন? জল্পনা তুঙ্গে

Bonny-Koushani Breakup Rumours: বিনোদন জগতে সম্পর্কের ভাঙ্গা – গড়া এ নতুন কিছু নয়। এই তো আজ সম্পর্ক গড়ছে কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবার ভাঙন ধরছে সম্পর্কে। আর এবার সেই গুঞ্জনই শোনা গেল বনি ও কৌশানির (Bonny – Koushani) সম্পর্কের মাঝে। টলি পাড়ার অতি জনপ্রিয় মুখ তথা মিষ্টি জুটি হলেন বনি সেনগুপ্ত (Bonny Sengupta) ও কৌশানি মুখার্জি (Koushani Mukherjee)। দীর্ঘদিন ধরে তারা সম্পর্কে রয়েছেন। তাদের কথা কারোরই অজানা নয়। বাকি তারকাদের মতো রেখে ঢেকে নয়, প্রথম থেকেই তারা সকলের মাঝে খুল্লাম খুল্লা প্রেম করছেন।

তাদের বন্ডিং প্রতি সময়ই নজর কাড়ে ভক্ত সহ নেটিজেনদের। গানের লাইনের মধ্যে দিয়েই বনি কৌশানিকে জানিয়েছিলেন ‘পারবো না আমি ছাড়তে তোকে’। কিন্তু কি এমন হল যার কারণে তাদের ৭ বছরের সম্পর্কের এমন পরিস্থিতি! এই প্রশ্নের জবাবে অভিনেত্রী এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন যে এখনও তাদের মধ্যে কোনো ব্রেক আপ হয়নি। যদি তা হয় পরিষ্কার জানিয়ে দেব।

এমনকি অভিনেত্রী আরও বলেন যে সব সম্পর্কে যেমন মত বিরোধ হয় তেমনই এই সম্পর্কেও হয়েছে। এই সময়টা একা থাকা দরকার তাই সেটাই করছি। নিজে কি করছি কি চাইছি সেটা জানা দরকার। কিন্তু অবশেষে যাই হোকনা কেন জানিয়ে দেব। অন্যদিকে অভিনেতা বনিও (Bonny Sengupta) একটি জনপ্রিয় সংবাদমাধ্যমকে  দেওয়া সাক্ষাৎকারে এই প্রসঙ্গে জানিয়েছেন যে – দুজনেই কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তাই একে অপরকে সময় দিতে পারছিলাম না। বনি নিশ্চিত যে আবারও সবকিছু ঠিক হয়ে যাবে। ঝগড়া না হলে আর সম্পর্ক কিসের? বলেই মত ‘বরবাদ’ অভিনেতার।

বনি – কৌশানি (Bonny – Koushani) জুটি অনস্ক্রিন হোক বা অফস্ক্রিন দু জায়গাতেই ব্যাপক জনপ্রিয়। বরাবরই তাদের হাসিখুশি ও একে অপরের সঙ্গে দুষ্টু – মিষ্টি খুনসুটি করতে দেখা যায়। আর সেটাই আরও বেশি করে দর্শক মাঝে তাদের জনপ্রিয় করে তুলেছে। আপাতত এই জনপ্রিয় জুটির সব ভুল বোঝাবুঝি মিটমাট হয়ে যাওয়ার অপেক্ষাতেই প্রহর গুনছেন ভক্তরা।