Entertainment

ED পর্বের পর কৌশানিকে কাছে টেনে আদর বনির, ‘পেছনে CBI নেই তো’, কটাক্ষ নেটবাসীর

Advertisement
Advertisements

নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ছবি পোস্ট করে নেটিজেনদের কটাক্ষের শিকার বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। তাকে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। তিনি হলেন বাংলা চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় অভিনেতা। তবে, ২০২৩ সালটা বনির মোটেই ভালো কাটছে না। বছর পড়তে না পড়তেই ইডির জেরার মুখে পড়েছিলেন অভিনেতা। শিক্ষক নিয়োগ দুর্নীতি কান্ডে যুক্ত কুন্তল ঘোষের (Kuntal Ghosh) সঙ্গে বনির যোগাযোগ থাকায় ফ্যাসাদে পড়েছিলেন অভিনেতা।

ED পর্বের পর কৌশানিকে কাছে টেনে আদর বনির, ‘পেছনে CBI নেই তো', কটাক্ষ নেটবাসীর

কুন্তলের ব্যাঙ্কের নথি ঘেঁটে বনির নাম জানতে পারেন তদন্তকারীরা। এরপর অভিনেতার সঙ্গে কুন্তলের লেনদেনের তথ্য জানার পরই তাকে তলব পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর তারপরই জানা যায় যে, পারিশ্রমিক হিসেবে বনি ৪০ লক্ষ টাকা দামের গাড়ি নিয়েছিলেন। যদিও সেই টাকা পুরোটাই বনি (Bonny Sengupta) ফেরত দিয়ে দিয়েছেন। কিন্তু তারপরেও যেন বিতর্ক তার পিছু ছাড়ছে না। কিন্তু কি হয়েছে তাই ভাবছেন নিশ্চই?

ED পর্বের পর কৌশানিকে কাছে টেনে আদর বনির, ‘পেছনে CBI নেই তো', কটাক্ষ নেটবাসীর

আসলে সম্প্রতি সকলকে নববর্ষের শুভেচ্ছা জানানোর জন্য কৌশানীকে নিয়ে আদুরে ছবি পোস্ট করেন অভিনেতা। যেখানে দুজনকেই একেবারে খাঁটি বাঙালি সাজে দেখা গিয়েছে। বনির পরণে রয়েছে পাঞ্জাবি। আর কৌশানীর (Koushani Mukherjee) পরণে রয়েছে লাল পেড়ে সাদা শাড়ি। কোনো ছবিতে একে অপরের দিকে চুমু ছুঁড়ে দিচ্ছেন। আবার কোনো ছবিতে একে অপরের দিকে চোখ রেখে হারিয়েছেন প্রেমের জোয়ারে।

ED পর্বের পর কৌশানিকে কাছে টেনে আদর বনির, ‘পেছনে CBI নেই তো', কটাক্ষ নেটবাসীর

তবে, এই ছবি গুলো বাদেও আরও কয়েকটি ছবি বনি শেয়ার করেছেন। যেখানে তাদের সঙ্গে রয়েছে বেশ কয়েকজন ব্যাক্তি। কখনও তাদের একসঙ্গে ডাইনিং টেবিলে দেখা যাচ্ছে। আবার কখনও তাদের একসঙ্গে একই ফ্রেমে হাসিমুখে পোজ দিতে দেখা যাচ্ছে। আর এই ছবি প্রকাশ্যে আসতেই একেরপর এক কটাক্ষের (Trolled) বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা।

ED পর্বের পর কৌশানিকে কাছে টেনে আদর বনির, ‘পেছনে CBI নেই তো', কটাক্ষ নেটবাসীর

কেউ লিখেছেন ‛আরে লিডিং হিরো যে’। আবার কেউ লিখেছেন ‛পিছনে সিবিআই নেই তো?’। আবার কেউ লিখেছেন ‛টলিউডের নাম্বার ওয়ান ফ্লপস্টার’। যদিও এসব কথার কোনো উত্তরই দেননি অভিনেতা। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল কটাক্ষের মুখে বনি-কৌশানীর (Bonny-Koushani) এই ছবি।

 

View this post on Instagram

 

A post shared by Bonny Sengupta (@bonysengupta)