কৌশানিকে ইদানিং পাত্তা দিচ্ছে না বনি, খুবই কষ্ট পাচ্ছেন অভিনেত্রী, ভাইরাল ভিডিও
টলিউডের অন্যতম সুন্দরী তথা জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন হলেন কৌশানী মুখোপাধ্যায়। ২৮ বছর বয়সী এই অভিনেত্রী অল্প সময়ের মধ্যেই অভিনয় জগতে যথেষ্ট নাম করেছে। তার স্টাইল এবং লুকে কাত অনেকেই।
১৯৯২ সালের ১৭ মে কলকাতায় তার জন্ম হয়। ২০১৫ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ‘পারব না আমি ছাড়তে তোকে’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়েই তিনি চলচিত্র জগতে প্রবেশ করেন।
তবে, চলচ্চিত্র জগতে আসার আগে তিনি গড চার্চ স্কুলে শিক্ষারত ছিলেন। একসময় তিনি মিস বিউটি অব কলকাতা সম্মানে সম্মানিত হন। চলচ্চিত্র জগতে আসার পর তিনি পরপর কয়েকটি সিনেমাও করেন। সেগুলি হল কেলোর কীর্তি, তোমাকে চাই, জিও পাগলা, জামাই বদল, জনবাজ।
আর অন্যদিকে আরও একজন জনপ্রিয় অভিনেতা হলেন বনি সেনগুপ্ত। জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া সেনগুপ্তর ছেলে তিনি। তবে, তিনি নিজের অভিনয় দিয়েই জয় করে নিয়েছেন সকলের মন। রিল থেকে রিয়েল সকলেই জানে বনি ও কৌশানীর সম্পর্কের কথা। দুজনেই চুটিয়ে প্রেম করছেন। তাদের খুল্লামখুল্লা প্রেম নিয়ে সবসময়ই আলোচনার শীর্ষে রয়েছেন এই জুটি। এছাড়াও বেশ কয়েকটি ছবিতে তাদের অভিনয় থেকে প্রেম সবেতেই নজর কেড়েছে দর্শকদের।
তাঁরা দুজনেই যে একে অপরের পরিপূরক তা তাদের প্রোফাইল দেখলেই বোঝা যায়। অভিনয়ের পাশাপশি দুজনেই ইন্সট্রাগ্রামে বেশ সক্রিয়। প্রায়শই তাদের একসঙ্গে দেখা যায়। সম্প্রতি কৌশানি তাঁর ইন্সট্রাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে কৌশনীকে একটি সাদা রঙের ওয়েস্টার্ন ড্রেসে পাওয়া গেছে।
আর বনির পরনে রয়েছে একটি নীল ও আস রঙের কম্বিনেশন এর টি-শার্ট ও নীল রঙের প্যান্ট। গানটির মধ্যে দিয়ে কৌশানি বারবারই বনি তাকে সময় দেয় না সে কথাই বলছে। কিন্তু বনি পাত্তা না দিয়ে ফোনের প্রতিই মগ্ন। কিন্তু অবশেষে কৌশনীকে কাছে টেনে রোমান্সে মগ্ন হলেন। তাঁদের এই দুস্টু মিষ্টি ভিডিও রীতিমত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অনেকেই তাঁদের কমেন্ট সেকশন এ তাঁদের বেস্ট কাপল, কেউ আবার লাভ রিয়াক্ট দিয়েছেন। সম্প্রতি তাঁদের এই ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।