প্রিয় বান্ধবীকে নিয়ে নোংরা ইঙ্গিত, ট্রোলারের ‘মা’ তুললেন কিরন দত্ত, সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায়

বান্ধবী অন্তরাকে (Antara Naina Roy Majumder) নোংরা মন্তব্য নেটিজেনদের! তারই পাল্টা জবাব দিতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন কিরণ। ‛বং গাই’ কিরণ দত্তকে (Kiran Dutta) নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র থেকে একটা সময় নিজের কন্টেন্টয়ের জোরে হয়ে ওঠেন সকলের প্রিয় ইউটিউবার। কখনও পুরোনো বাংলা সিনেমা রোস্ট করে আবার কখনও সমাজে চলতে থাকা বিভিন্ন ঘটনার উপর ভিত্তি করে ভিডিও বানান। আর পুরো বিষয়টাই করেন মজার ছলে।
আর এই মজা লুটতেই কিরণের ইউটিউব চ্যানেলে হাজির হয় লাখ লাখ ভক্তরা। নিমেষেই সে মনজয় করে নিয়েছেন সকলের। সাধারন মানুষ থেকে সেলিব্রেটিরাও কিরণের ভিডিওর (Video) ফ্যান। আর এই জনপ্রিয়তাই তাকে পৌঁছে দিয়েছে ঝাঁ চকচকে রুপোলি পর্দার দুনিয়ায়। ওয়েব সিরিজ থেকে শুরু করে বাংলা সিনেমা সবেতেই এখন দেখা যাচ্ছে সকলের প্রিয় ‛বং গাই’ ওরফে কিরণ দত্তকে (Kiran Dutta)। যদিও অভিনেতা হিসেবে সাফল্য না আসলেও ইউটিউবার হিসেবে তার জনপ্রিয়তা তুঙ্গে।
সম্প্রতি এই ইউটিউবারের ঝুলিতে জুড়েছে নতুন সাফল্য। নতুন গাড়ি কিনেছেন কিরণ। হুন্ডাই য়ের I20 কিনেছেন। আর সেই গাড়ির সামনেই পোজ দিয়ে ছবি তুলেছেন কিরণ। এমনকি সেটা ফেসবুকে পোস্টও করেছেন। এতদূর পর্যন্ত সব ঠিকই ছিল। যদিও ছবির কমেন্ট বক্সে কিরণকে নিয়ে একাধিক কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন নেটিজেনরা। আর সেটার জবাবও দিয়েছেন নিজের মতো করে।
View this post on Instagram
তাহলে হলো টা কি? আসলে গাড়ি কিনতে অন্তরা অর্থাৎ ‛আলু দ্য ফ্রেঞ্চ ফ্রাই’কে সঙ্গে নিয়ে গিয়েছিলেন কিরণ। দুজনকে নিয়ে প্রেমের চর্চা চললেও তারা কোনোদিনও তা স্বীকার করেননি। বরং একে অপরকে ভালো বন্ধু বলেই দাবি করেছেন। সেদিন কিরণের কেনা নতুন গাড়িতে বসেই ভিডিও করতে দেখা গিয়েছে অন্তরাকে। আর সেটা দেখেই এক নেটিজেন নোংরা মন্তব্য করে বসেন। তারই জবাব দিতে গিয়ে শালীনতার মাত্রা ছাড়ায় কিরণ। অন্তত নেটিজেনরা তেমনই দাবি করেছেন।
কিন্তু কি মন্তব্য করেছেন কিরণ? বং গাই লিখেছেন যে, ‛তোমার মাকে একদিন নিয়ে এসো আমার গাড়িতে’। কিরণের এই কমেন্ট দেখে অনেকেই ক্ষেপে লাল। তাদের বক্তব্য অন্তরাকে নিয়ে ট্রোলাররা যাই বলুক না কেন কিরণের সংযত থেকে জবাব দেওয়া উচিত। কেননা সে তরুণ প্রজন্মের আইডল। পাশাপাশি গাড়ি কেনার সময় বাবা-মা কেন নেই সেই নিয়েও কিরণকে কটাক্ষ করেছেন অনেকেই।