অরিজিৎ সিংয়ের ব্যক্তিগত জীবন কাহিনী বলিউড সিনেমার গল্পকেও হার মানাবে
অরিজিৎ সিং এই নামটাই যেন কত মেয়ের হার্টথ্রব তার কোন হিসেবে নেই। তাঁর নামটা উঠলেই মনে ভেসে আসে নানান রোমান্টিক বাংলা ও হিন্দি গানের সম্ভার। ২০০৫ সালে ভারতীয় জনপ্রিয় টিভি চ্যানেল সনি এন্টারটাইনমেন্টএ প্রতিভা খোঁজার অনুষ্ঠানে ফেম গুরুকূলের প্রতিযোগী ছিলেন তিনি। তবে, সেদিন তিনি জিততে না পারলেও আজ সকলের মনে তিনি রাজ করছেন।
তবে, সকলের মন জয় করা নামী এই গায়ক কিন্তু একেবারেই সাদামাটা ঘরোয়া স্বভাবের। মাংস তাঁর একেবারেই পছন্দ নয়। তাঁর পছন্দের তালিকায় রয়েছে বিউলির ডাল, কলাইয়ের ডাল, আলুপোস্ত, এবং মাছ। রেস্টুরেন্টে খেতে একদমই পছন্দ করেননা তিনি।
অরিজিৎ সিং এমনই একজন মানুষ যিনি কাজ বাদে স্ত্রী, সন্তানদের সঙ্গে অধিকাংশ সময় কাটাতে পছন্দ করেন। তবে, তিনি তার গান দিয়ে বাংলা, হিন্দি দুই জায়গা কাবু করলেও এই গায়ক কিন্তু তাঁর বউ এর কাছে কাবু। যদিও জানা যায় এটি অরিজিৎ সিং এর দ্বিতীয় বিয়ে। তাঁর স্ত্রী নাম কোয়েল। জানা যায়, অরিজিৎ ছোটবেলার বান্ধবীকে বিয়ে করেন। জানা যায় তার স্ত্রীর পূর্বে একটি সন্তান ছিল। তবুও ভালোবাসার কাছে হার মেনে অরিজিৎ। অরিজিতের প্রথম স্ত্রীর নাম নিয়ে এখনও দ্বন্দ্ব রয়েছে। অনেক সংবাদমাধ্যম রূপরেখা ব্যানার্জির নাম নেন।
তবে, সোশ্যাল মিডিয়ায় অরিজিৎ সিং বা তাঁর স্ত্রী খুব একটা সক্রিয় নন। তাঁরা সবসময়ই সোশ্যাল মিডিয়া ও ক্যামেরা থেকে দূরে থাকতে চায়। তবে, এ সব কিছুর থেকে দূরে থেকেও অরিজিৎ সিং সকল অনুরাগীর মনে জায়গা করে নিয়েছেন সহজেই। তার কণ্ঠ, কথা, গান সবকিছুই ভাসিয়ে দিয়েছে সবাইকে। মন জয় করে নিয়েছে সকলের।