Entertainment

Bollywood Celebrities Educational Qualification : দীপিকা থেকে আলিয়া, বলি তারকাদের শিক্ষাগত যোগ্যতা শুনলে অবাক হবেন আপনিও!

Advertisement
Advertisements

Bollywood Celebrities Educational Qualification : বলিউড জগৎ মানেই নাম, যশ, খ্যাতিতে ভরপুর জীবন। শোবিজ এই দুনিয়া সকলের কাছেই বেশ ঈর্ষনীয়। বহু অভিনেতা-অভিনেত্রী যারা কিনা খুব কম বয়সে এমনকি কম সময়ের মধ্যে জায়গা করে নিয়েছেন বলিউডের অন্দরে। প্রত্যেকেই নিজের নিজের কেরিয়ারে বেশ সফল। তাদের রয়েছে আলাদা রকমেরই খ্যাতি। তবে জানেন কি আপনাদের এই পছন্দের তারকাদের শিক্ষাগত যোগ্যতা (Bollywood Celebrities Educational Qualification) কি? চলুন তবে আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক সেবিষয়েই।

Know About Bollywood Celebrities Educational Qualification

  • রণবীর কাপুর (Ranbir Kapoor): কাপুর পরিবারের সদস্য রণবীর পড়াশোনায় নাকি খুব একটা ভালো ছিলেন না। তিনি ৫৩ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণী পাশ করেন। এরপর তিনি আর পড়াশোনা করেননি।Bollywood Celebrities Educational Qualification : দীপিকা থেকে আলিয়া, বলি তারকাদের শিক্ষাগত যোগ্যতা শুনলে অবাক হবেন আপনিও!
  • আলিয়া ভাট (Alia Bhatt): কাপুর পরিবারের নতুন সদস্য আলিয়া অভিনয়ে কেরিয়ার গড়ার জন্য মাঝপথে পড়াশোনা ছেড়ে দেন। এরপর আর পড়াশোনার ধারে কাছে এগোননি।Bollywood Celebrities Educational Qualification : দীপিকা থেকে আলিয়া, বলি তারকাদের শিক্ষাগত যোগ্যতা শুনলে অবাক হবেন আপনিও!
  • কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut): বলিউডের একজন লড়াকু অভিনেত্রী হলেন কঙ্গনা। অভিনয় জগতে আসার আগে তিনি অনেক লড়াই করেছেন। কিন্তু জানেন কি আপনাদের পছন্দের এই অভিনেত্রী টুয়েলভ ফেল। তারপর আর তিনি পড়াশোনার পথে এগোননি।Bollywood Celebrities Educational Qualification : দীপিকা থেকে আলিয়া, বলি তারকাদের শিক্ষাগত যোগ্যতা শুনলে অবাক হবেন আপনিও!
  • ক্যাটরিনা কাইফ (Katrina Kaif): বলিপাড়ার জনপ্রিয় এই অভিনেত্রী কখনও নাকি স্কুলেই যাননি। যেহেতু ক্যাটরিনার বাবা পেশায় একজন ব্যবসায়ী ছিলেন তাই তাকে বাবার কাজের সুবাদে বিভিন্ন দেশে ঘুরতে হতো। এই করেই তার আর স্কুলে যেয়ে ওঠা হয়নি। তবে, তার ও তার বোনদের শিক্ষার জন্য হোম টিউটর নিয়োগ করেছিলেন।Bollywood Celebrities Educational Qualification : দীপিকা থেকে আলিয়া, বলি তারকাদের শিক্ষাগত যোগ্যতা শুনলে অবাক হবেন আপনিও!
  • সালমান খান (Salman Khan): বলিউডের ভাইজান সালমান গোয়ালিয়রের সিন্ধিয়া স্কুলে পড়াশোনা করেছেন। এরপর সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন। যদিও পড়াশোনা শেষ না করেই তিনি কলেজ ছেড়ে দেন। এরপর তিনি কেরিয়ারে মন দেন।Bollywood Celebrities Educational Qualification : দীপিকা থেকে আলিয়া, বলি তারকাদের শিক্ষাগত যোগ্যতা শুনলে অবাক হবেন আপনিও!
  • দীপিকা পাড়ুকোন (Deepika Padukone): বলিউডের জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রী দীপিকা দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে, স্নাতকে ভর্তি হওয়ার পর তিনি বিজ্ঞাপন, সিনেমায় কাজ করার জন্য কেরিয়ারেই মন দেন। আর তিনি পড়াশোনা করেননি।Bollywood Celebrities Educational Qualification : দীপিকা থেকে আলিয়া, বলি তারকাদের শিক্ষাগত যোগ্যতা শুনলে অবাক হবেন আপনিও!
  • অর্জুন কাপুর (Arjun Kapoor): বলিউডের জনপ্রিয় অভিনেতা অর্জুন কাপুর আর্য বিদ্যা মন্দির, চেম্বুর, মুম্বাই থেকে প্রাথমিক পড়াশোনা করেছেন। কিন্তু দ্বাদশ শ্রেণীতে ফেল করার পর তিনি পড়াশোনা ছেড়ে দেন।Bollywood Celebrities Educational Qualification : দীপিকা থেকে আলিয়া, বলি তারকাদের শিক্ষাগত যোগ্যতা শুনলে অবাক হবেন আপনিও!
  • আমির খান (Aamir Khan): বলিউডে ‛মিস্টার পারফেক্টশনিস্ট’ হিসেবে যাকে একনামে সবাই চেনেন তিনি হলেন আমির খান। আর এই অভিনেতা দ্বাদশ শ্রেণী পাশ করেছেন। এরপর অভিনয় কেরিয়ারে স্বপ্নপূরণের জন্য তিনি আর কলেজের পথে পা বাড়াননি।

 

View this post on Instagram

 

A post shared by Aamir Khan (@amirkhanactor_)