×
Entertainment

Sonam Kapoor: পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী সোনম কাপুর, খুশিতে ডগমগ দাদু অনিল কাপুর

মা হলেন বলি অভিনেত্রী সোনাম কাপুর (Sonam Kapoor)। কাপুর পরিবারে বইছে খুশির হওয়া। শনিবার দুপুরে মুম্বাইয়ের একটি হাসপাতালে অভিনেত্রী জন্ম দেন ফুটফুটে একটি পুত্র সন্তানের। এই খবরে খুশির মেজাজে দাদু অনিল কাপুর (Anil Kapoor)। সোশ্যাল মিডিয়ায় একটি কার্ড পোস্ট করে সকলকে সেই সুখবর দেন অভিনেতা। শুধু অনিল কাপুরই নয় সোনাম কাপুরও শেয়ার করেছেন সেই কার্ড। আর তারপর থেকে একের পর এক শুভেচ্ছায় ভরেছে কমেন্ট বক্স।

 

View this post on Instagram

 

A post shared by Sonam Kapoor Ahuja (@sonamkapoor)

ফারহা খান, নীতু কাপুরের মতো সেলিব্রেটি থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই শুভেচ্ছা জানিয়েছেন নতুন মাকে। সোনামের শেয়ার করা ওই কার্ডে লেখা আছে যে, ‛২০ আগস্ট আমরা হৃদয় খুলে স্বাগত জানাচ্ছি আমাদের সুন্দর পুত্র সন্তানকে। এই জার্নিতে যে যে নার্স, ডাক্তার, পরিবার, বন্ধু আমাদের পাশে থেকেছেন তাদের ধন্যবাদ জানাই। তবে আমরা জানি এটা সবেমাত্র শুরু। এরপর আমাদের পুরো জীবন বদলে যাবে। সোনাম ও আনন্দ’।

 

View this post on Instagram

 

A post shared by Pinkvilla (@pinkvilla)

২০১৮ ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন অভিনেতা অনিল কন্যা সোনাম (Sonam Kapoor)। বিয়ের পর থেকে বেশিরভাগ সময়ই বিদেশে থাকেন অভিনেত্রী। এরপর চলতি বছরের মার্চ মাসে নিজের প্রেগনেন্সির কথা প্রথম প্রকাশ্যে আনেন। আর তারপর একের পর এক বেবিবাম্প ফটোশুটে নজর কাড়েন অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by Sonam Kapoor Ahuja (@sonamkapoor)

সন্তান আসার খবর জানিয়ে সোনাম (Sonam Kapoor) সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করেছিলেন। আর লিখেছিলেন ‛আমরা আমাদের সেরা দিয়ে তোমাকে বড় করে তুলবো। আমাদের পরিবার তোমাকে ভালোবাসায় ভরিয়ে দেবে। তোমাকে স্বাগত জানানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না’। তবে অবশেষে এসেছে সেইদিন। পুরোপুরি ভাবে মাতৃত্বের স্বাদ পেলেন সোনাম।