×
EntertainmentTrending

হট লুকে সমুদ্রতটে ঝড় তুললেন ক্যাটরিনা কাইফ, ইনস্টাগ্রামে ভাইরাল ছবি

ক্যাটরিনা কাইফ এই নামটাই কত ছেলের রাতের ঘুম কেড়ে নিয়েছে তার কোনো ইয়াত্তা নেই। ৩৭ বছর বয়সী এই বলিউড অভিনেত্রী যত দিন যাচ্ছে ততই যেন সুন্দরী হয়ে উঠছেন। তার গ্ল্যামার যেন চুঁইয়ে পড়ছে। বলিউডের হট ডিভা ক্যাটরিনা কাইফ সকলের হার্টথ্রব।

১৯৮৪ সালের ১৬ জুলাই তার হংকং এ তাঁর জন্ম হয়। ভারতীয় বংশভূত ব্রিটিশ চলচ্চিত্র অভিনেত্রী তথা মডেল তারকা যিনি হিন্দি ভাষায় চলচ্চিত্র শিল্পী হিসেবে বলিউডে অভিনয় করেছেন। এছাড়াও তিনি তেলেগু, মালায়লাম ভাষার ছবিতেও অভিনয় করেছেন।

ADVERTISEMENT

২০০৩ সালে বুম ছবিতে তিনি প্রথম বারের জন্য অভিনয়ের সুযোগ পান। এরপর ২০০৫ সালে সরকার ছবিতে প্রাথমিক সাফল্য পান। ২০০৯ সালে জন আব্রাহাম এর সঙ্গে তার অভিনয় ব্যাপক ভাবে আলোড়ন সৃষ্টি করে এবং বাণিজ্যিক ভাবেও সফলতা অর্জন করে।

তবে, সম্প্রতি তিনি মালদ্বীপ থেকে নিজের বিকিনি পরা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সাদা রঙের বিকিনি পরা ছবিতে তাঁকে অপরূপ সুন্দরী লাগছে। এই ছবি দেখে রীতিমতো তাকে ভালোবাসা জানতেও শুরু করেছে তাঁর ভক্তরা।

অভিনয়ের পাশাপাশি ব্যাক্তিগত জীবনে ভিকি কৌশলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে শোনা যায়। তবে, এ ব্যাপারে ক্যাটরিনা কাইফ বা ভিকি কৌশল কেউই কোনও মন্তব্য করেননি। সময় আসলে ব্যাক্তিগত জীবন নিয়ে নিজেই খোলসা করে জানাবেন বলে আগেই জানিয়েছেন সাফ জানিয়ে দিয়েছেন ক্যাটরিনা।

ADVERTISEMENT

Related Articles